Ameen Qudir

Published:
2018-03-17 17:58:47 BdST

'আমার জনগণই আমার জীবন'


 

"আমি জীবনে কখনও আমার জন্মদিন পালন করিনি। আপনারা আমার দেশের মানুষের অবস্থা জানেন, তাদের জীবনের কোন নিরাপত্তা নেই। যখন কেউ ভাবতেও পারে না মরার কথা তখনও তারা মরে। যখন কেউ ইচ্ছে করে তখনও তাদের মরতে হয়।"
.
গভীর দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে শেখ মুজিব আরও বলেন, "আমার আবার জন্মদিন কী, মৃত্যু দিবসইবা কী? আমার জীবনই বা কী? মৃত্যুদিন আর জন্মদিবস অতি গৌণভাবে এখানে অতিবাহিত হয়। আমার জনগণই আমার জীবন।"
.
-১৯৭১ সালের ১৭ই মার্চ বিদেশী সাংবাদিকরা শেখ মুজিবুর রহমানকে তাঁর ৫২ তম জন্মদিনে শুভেচ্ছা জানালে তিনি এ কথা বলেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ: দলিলপত্রের ২য় খণ্ডের ৭৬১ নং পৃষ্ঠা থেকে নেয়া ।
.
ছবিঃ ৩ মার্চ ১৯৭১, একটি প্রেসকনফারেন্সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
ছবি সংগ্রহ কৃতজ্ঞতাঃ মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ ট্রাস্ট'
সৌজন্য : কাজী মেহেদী হাসান

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়