Ameen Qudir

Published:
2018-02-18 21:33:46 BdST

ডাক্তাররা অনন্য দক্ষতায় জীবন দিলেন এক প্রায়-মৃতজনে


 

 

 

ডেস্ক রিপোর্ট
_____________________

ডাক্তারদের এই অনন্য সিদ্ধান্ত প্রায় মৃতজনে দিয়েছে নতুন জীবন ।

মারা যাওয়ার এক ঘণ্টা পর ফের বেঁচে উঠলেন এক যুবক। ডাক্তাররা বাঁচিয়ে তুললেন তাকে। অবিশ্বাস্য এই দক্ষতা দেখালেন চিকিৎসকরা।

 

আসিফ খান নামে ভারতের আলিগড়ের বাসিন্দা, ২২ বছরের এই ইঞ্জিনিয়ার হৃদরোগে আক্রান্ত হয়ে ১২ দিন আগে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাকালীনই তার কার্ডিয়্যাক অ্যারেস্ট হয় এবং তৎক্ষণাৎ তার হৃদপিণ্ড টানা এক ঘণ্টা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

কিন্তু চিকিৎসকরা তার শরীরে ওই সময় টানা কার্ডিও পালমোনারি রিসাসিয়েশন বা সিপিআর চালিয়ে গিয়েছিলেন। যার ফলে আসিফের ধমনীতে রক্ত চলাচল বন্ধ হয়নি। চিকিৎসকরা ডিফাইব্রিলেটর দিয়ে তার হৃদপিণ্ডে শক দিতে থাকেন, যাতে সেটা চালু থাকে। এক ঘণ্টা পর আসিফের হৃদপিণ্ড ফের কাজ করা শুরু করে। ডাক্তারদের এই অনন্য সিদ্ধান্ত প্রায় মৃতজনে দেয় নতুন জীবন ।

কিন্তু তার দিন কয়েক পর ফের দ্বিতীয়বার কার্ডিয়্যাক অ্যাটাক হয় আসিফের। তখন চিকিৎসকরা অ্যাঞ্জিওগ্রাম করে আসিফের হৃদপিণ্ড থেকে জমাট বাঁধা রক্ত সরিয়ে স্টেন্ট দিয়ে এবং টানা সিপিআর চালিয়ে তার হৃদপিণ্ডকে ফের সচল করে।

অবশেষে শুক্রবার সুস্থ হয়ে বাড়ি যান আসিফ। ছেলেকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে পেরে চিকিৎসকদের নিরলস চেষ্টাকেই ধন্যবাদ জানিয়েছেন আসিফের মা-বাবা।
সূত্র আজকাল পত্রিকা। ‌‌

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়