Ameen Qudir

Published:
2018-02-13 16:14:08 BdST

ভালবাসা! ভালবাসা আমার চোখে


 

 

ডা. আসিয়া চৌধুরী

______________________


১.

 

রাত ঠিক ৯টা,নামাজ শেষে আব্বু যখন বাসায় এসেই ওয়ার ড্রবের এর পাশে এসে ঘড়ি খুলছেন আর আমরা তিন বোন পড়া লেখা ছেড়ে আব্বুকে দেখছি-হটাৎ আম্মু বলে বসলেন তোর বাবাকে কত দিন দেখিস না!!!এই যে সকাল থেকে রাত পর্যন্ত অপেক্ষা এর নাম ভালবাসা।আব্বুর মারা যাওয়া আজ প্রায় ৪বছর,ঠিক ৯টায় এখন ও ঘড়ি দেখা অথবা আব্বুর আতরের ঘ্রান পাওয়া এটাও ভালবাসা।অথবা মায়ের জন্য কিছু কিনলে যে কঠিন বকা টা খেতে হয় সেটার নাম ও ভালবাসা।

 

২.

ভাইয়ার সাথে তুমুল ঝগড়া করার পর যখন ভাইয়া রুম গিয়ে পড়তে বসত তখন আমি বাইরে থেকে দরজা লাগিয়ে দিতাম,তখন ভাইয়া ঘর থেকে চিৎকার দিয়ে বলত-অসুবিধে নেয় আমি ৩/৪ঘন্টা পড়ব,এর মাঝে খুলে দিস তাহলেই হবে।আমি রাগ করে খুলে দিতাম দরজা সাথে সাথেই,ভাইয়া হো হো করে হাসতেন।এর নামও ভালোবাসা।

৩.

আমাদের তিন বোনের মধ্যে কেউ যখন শপিং করি তখন বাকি দুজনের জন্য আগে পরে নিজের টা।এটাও তো ভালবাসা।


৪.

চেম্বার শেষে যখন তুমি বাসায় ফিরতে ২মিনিটও দেরী কর তখন যে মান-অভিমান টা হয় সেটাও তো ভালবাসারই অংশ।


৫.

মেয়ে আমার অনেক চঞ্চল। চেম্বার থেকে বাসায় ফিরে যখন মেয়ে বলে আম্মু তোমার অফিস-চেম্বার সব শেষ করে এসেছ তো,আর যাবেনা তো!!!তখন নিমিষেইই সব ক্লান্তি দূর হয়ে যায়,সারা দিনের জ্বালা যন্ত্রণা আর গায়ে লাগেনা।এটাই হয়ত মেয়ের জন্য মায়ের ভালবাসা।

আসলে ভালবাসার রং অনেক।শুধু ভালবাসতে জানতে হয়।এর জন্য কোন দিন-ক্ষন-বিশেষ সময় লাগেনা।ভাল থাকুক ভালবাসার মানুষেরা।


_________________________

 

 

ডা. আসিয়া চৌধুরী । সুলেখক।

Diabetic Association of Bangladesh,Chapai Nawabgonj

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়