Ameen Qudir

Published:
2017-09-19 15:42:59 BdST

বাঙ্গালী প্রবাসীগন,রোহিঙ্গা ফেরত নিতে বিশ্বের টনক নড়াতে এগিয়ে আসুন


 


ডা. শিরীন সাবিহা তন্বী

_______________________________


২০১২ সাল থেকে আজাবধি বার্মিজ সেনাদের অত্যাচারে ৪০০০০ রোহিঙ্গা ভারতে অবস্থান করছে।
ভারত আর তাদের রাখছে না।
ভারত ঐ চল্লিশ হাজার রোহিঙ্গাদের তাড়িয়ে দিচ্ছে।
১৯৭৮ সাল থেকে রোহিঙ্গারা বাংলাদেশে অবস্থান করছে।পঁচিশ হাজার থেকে বেড়ে হয়েছে লক্ষাধিক।
সাম্প্রতিক বার্মিজ সেনাদের অত্যাচারে গত এক মাসেই বাংলাদেশে প্রবেশ করেছে ৪ লক্ষ থেকে ৬ লক্ষ রোহিঙ্গা।
তিন হাজার রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে।হাজার হাজার বাড়ী ঘর পুড়িয়ে দেয়া হয়েছে।
কর্মক্ষম পুরুষরা বার্মাতে বন্দী আছে বলে শুনেছি আরাকানে বিভিন্ন প্রজেক্টে শ্রমিক হিসেবে লাগবে বলে।
বাংলাদেশে এই বিপুল সংখ্যক শরনার্থীর মাঝে বেশীর ভাগ ই অক্ষম বৃদ্ধ,নারী ও শিশু।সবথেকে দুঃখজনক এদের মাঝে ৭০ হাজার নারী সন্তান সম্ভবা।
তার মানে আরো সত্তর হাজার রোহিঙ্গা শিশু।
কক্সবাজারের স্বাস্থ্য কর্মকর্তার প্রতিবেতন অনুযায়ীঃ
==================================
সমস্যা মায়ানমারের, স্বাস্থ্য ঝুঁকিতে সমগ্র বাংলাদেশ।
এখন পর্যন্ত
পোলিও > ১৭ জন
এইচ আই ভি +ve screening suspected patient প্রতি ২০ জন এ ৮ জন
হেপাটাইটিস বি অগণিত
হেপাটাইটিস সি
যক্ষা
ম্যালেরিয়া
মিজেলস
গর্ভবতী মহিলা > ৭০ হাজার
_______________________________________
মাত্র ভয়াবহ বন্যার কবলে পরেছিল বাংলাদেশ।কি ভয়ংকর ক্ষতির সম্মুখীন আমাদের বন্যার্তরা হয়েছে।ধানের,মাছের এবং রবি শষ্যের উৎপাদন ব্যহত।আর তার সাথে লোভী ব্যবসায়ী।চালের দাম উর্ধ্বমূখী।
কক্সবাজারের উখিয়াতে নিত্য ব্যবহার্য সব পন্যের দাম বর্ধিত।
# মিয়ানমারের কুটনা সরকার সুদীর্ঘ পরিকল্পনা নিয়ে কুটনৈতিক তৎপরতা নিয়েই এই রোহিঙ্গামুক্ত মিয়ানমার গঠন,পক্ষান্তরে রোহিঙ্গাযুক্ত বাংলাদেশ গঠনের নীল নকশা সম্পন্ন করেছেন।
# আমরা কতদিন ত্রান দিব?আমাদের ডাক্তার,নার্স,টেকনোলজিষ্ট কতদিন সেবা দিবে?
# একজন বাংলাদেশী ও যদি ওদের কারনে জীবন দেয়!
# দেশের নিরাপত্তা,স্বাস্থ্য ব্যবস্থা সব ঝুঁকির মুখে পরেছে।
# যদি ভারতের চল্লিশ হাজার ও এখানে এসে ওঠে ষোলকলা পূর্ন হবে।
#একটাই_ওয়ে
#মিয়ানমারকে_অবিলম্বে_প্রতিটি_রোহিঙ্গাকে_ফেরত_নিতে_হবে
#কূটনৈতিক_তৎপরতা_বৃদ্ধির_মিনিমাম_সুযোগ_যাদের_আছে
#সকল_বাংলাদেশী_প্রবাসীগন_বাংলাদেশের_এই_বিপদে_এগিয়ে_আসুন
#প্লীজ_মিয়ানমারকে_রোহিঙ্গাদের_ফেরত_নিতে_বাধ্য_করুন।।

________________________________


ডা. শিরীন সাবিহা তন্বী

বরিশাল ।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়