Ameen Qudir

Published:
2017-09-11 17:12:23 BdST

রোহিঙ্গা :স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা



ডা. শিরিন সাবিহা তন্বী

___________________________


তখন উপজেলাতে পোষ্টিং।স্বাস্থ্য মন্ত্রনালয় বলে কথা।প্রশাসনের মত উপজেলাতে এদের গাড়ী নেই।
টিকা দিবসে ঘন্টা ব্যাপী দুইশত টাকা করে রিকশা ঠিক করে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে তদারকী করন।ঐ রিকশা ভাড়া নিজের পকেট থেকেই গুনতে হয়।
প্রাপ্তি কি?একটাই।
স্বাস্থ্য খাতে মাননীয় প্রধানমন্ত্রীর এত এত খ্যাতি।আন্তর্জাতিক পুরষ্কার।পোলিও মুক্ত বাংলাদেশ!


রোহিঙ্গাদের বিপদে আমি বিচলিত,সমব্যথী।কিন্তু আমি তাদের ক্যাম্পে নিয়মতান্ত্রিক আশ্রয়ের পক্ষে।দুই লক্ষ প্রবেশ করলে পঞ্চাশ হাজার ক্যাম্পে বাকী দেড় লক্ষ সারা দেশে ছড়িয়ে পরছে।
রোহিঙ্গাদের জন্য যাদের মমতা উথলে উঠেছে,তারা ভেবে দেখেছেন?যে সকল শিশুরা নাফ নদী সাঁতরে এদেশীয় দালালের হাতে পয়সা দিয়ে এদেশে প্রবেশ করেছে।এখানে সেখানে,পাহাড় কেটে বাঁশ কেটে ঘর বেঁধে সংসার শুরু করেছে যে পরিবার,তাদের শিশুদের ইপিআই সিডিউল মানা না হলে,তারা পোলিও র বাহক হলে??

 

কক্সবাজার,বান্দরবনে বেড়াতে গিয়ে আপনার সন্তান ও আক্রান্ত হতে পারে দেশ থেকে বিলীন হয়ে যাওয়া সব রোগ ব্যাধিতে!
পরিবার পরিকল্পনা,সংক্রামক রোগ সমূহের নির্মূলের যে দীর্ঘমেয়াদী,কষ্টসাপেক্ষ এবং ব্যয়বহুল যাত্রা তা ভয়ংকর ভাবে ভেঙ্গে পড়ল এই অযাচিত আগমনে!


কক্সবাজারে খাবারের সংকট!খাবার পানির অভাব!সংক্রামক রোগের সংক্রমন।
যারা ঐসকল এলাকার স্থায়ী বাসিন্দা তাদের খাদ্য,বস্ত্র,ঔষধ,চিকিৎসা,নিরাপত্তা,চলাচল সব বিঘ্নিত।যানবাহন নাই।নিরাপত্তার অভাবে বাচ্চাদের স্কুলে পাঠাতে পারছে না।হাসপাতাল গুলোতেও রোহিঙ্গা রুগীতে ভর্তি।
কিছু সরকারী অফিসার,কিছু নৌকার মালিক,দালাল লাভবান হচ্ছে।
বাকীরা চরম দুর্ভোগে।


বার্মা সরকারের হিংস্রতার চরম মূল্য দিচ্ছে বাংলাদেশীরা।হুজুগে সাংবাদিকগন রোহিঙ্গাদের পিছনে দৌড়াচ্ছে।বাংলাদেশীরা মানবেতর,নিরাপত্তাহীন জীবন কাটাচ্ছে।
তাই সকলের কাছে সনির্বন্ধ অনুরোধ ওদের অনুপ্রবেশ সীমিত করে দেশের স্বাস্থ্য ব্যবস্থা অটুট রাখুন।পরিবার পরিকল্পনার টার্গেট ঠিক রাখুন।
সব মানদন্ড মুখ থুবড়ে পড়লে চরম মূল্য দিতে হবে আমাদেরকেই !!!
_____________________________

 

Dr.Sherin Sabiha Tonny, বরিশাল ।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়