Ameen Qudir

Published:
2017-09-10 17:31:02 BdST

রোগের নাম রোহিঙ্গা: বিশ্ববিবেক যেখানে বোবা


 



ডা. ছাবিকুন নাহার

_____________________________________


টিভির নিউজ, পত্রিকার ছবি দেখে রাগে দুঃখে বিবমিষা বিবমিষা লাগছে কিছুদিন যাবৎ। মানুষের কান্না আর নিতে পারছিনা। গত বছর শান্তির পায়ড়ার অশান্ত কার্যক্রমে অতিষ্ট হয়ে এই লেখাটা লিখেছিলাম, আজকে আবার মনে পরে গেলো-
# বাচ্চা খুব অসুস্থ, হাপরের মতো বুক ওঠা নামা করছে। একটু বাতাসের জন্য হাহাকার, মনে হচ্ছে বুক ফেটে যাবে। আপনি মা অথবা বাবা অথবা দুটোই। কি করবেন???
কি করব মানে??
ফাজিলের মতো প্রশ্ন। আকাশ বাতাস এক করে ছুটবো হাসপাতালে। যে কোন মূল্যে সন্তানকে সুস্থ করে তুলব।পৃথিবীতে ওলট পালট করে দেব। আমার সন্তান অসুস্থ, এ সময় এমন প্রশ্ন কেউ করে!!
পারফেক্ট! এমন একটা রিএকশনই আমি আমি আশা করছিলাম।
কিন্তু আপনার টাকা নেই, অথবা অনুমতি নেই সন্তানের চিকিৎসা করানোর। কাজ করার অনুমতি নাই, টাকা নাই, খাবার নাই, ঔষধ তো অনেক দূরের ব্যাপার।
কী অসহায় লাগছে??? লাগুক।
একজন মা। কোলে সন্তান। সন্তানের মাথা বিচ্ছিন্ন, পাশে গড়াগড়ি খায়। রক্তে মার বুক ভেজা।
চোখ খরখরে। তাবৎ পৃথিবীর মানুষের মুখে এই মা যদি থুথু ছিটায় অন্যায় হবে??
মা, তোমাকে সে সুযোগ দেয়া হলো। তোমার দলা দলা থুতুতে নপুংশক পৃথিবী ভেসে যাক।
আপনি টগবগে যুবক।আপনার সামনে আপনার বাবা মাকে জীবন্ত কয়লা করা হলো। বোনকে রেপ। ঘরবাড়ি সব ধূলায় মিশল।
কি করবেন???
বুক ধরফর করছে? ব্যাথা! পাঁজর ভাংছে! কষ্ট??
দলা করে বমি আসছে??
আসুক বমি করে পৃথিবী ডুবিয়ে দেন। আমি বরং ওই দিকে যাই।
একটা শিশু। এক দের বছরের। মা গুলি খেয়ে রক্তে ভাসছে। নিথর মায়ের বুক হাতরাচ্ছে সন্তান।
মা তো দুধ মুখে তুলে দিচ্ছে না!!
মা এমন পাষাণ হলো কি করে??
আমার খিদে লেগেছে, মা কী বুঝে না???
আপনাদের হ্যাঁ আপনাদের বলছি,
আমি মানুষের বাচ্চা। মানুষ হিসাবে স্বজাতীর বিচার করেন।।।
কসম আমার মায়ের দুধের। নিজেদের মানুষ বলেন নাহ্???
বিচার যদি না পাই , মানুষরুপি সব অমানুষদের তো নয়ই তাদের সৃষ্টি কর্তাকেও ছাড়ব না....
( বিঃদ্রঃ- রোহিঙারা মানুষ। আপনার আমার মতোই।একবার ভাবুন নিজেকে মানুষ না অন্য কিছু মনে হয়।শুধু ধর্ম আপনাকে আমাকে এত্ব অমানুষ কিভাবে করে!!! বুকে হাত রাখুন। বিবেকের কাছে জানতে চান।যদি বিবেক বলে তবে প্রতিকার করুন। মনে রাখবেন কোন কিছুই স্থায়ী নয়। প্রকৃতি সমতা পছন্দ করে। এবং বারংবার সব কিছুই ফিরে ফিরে আসে।

 

পৃথিবীতে যত নির্যাতিত নিপিড়িত মানুষ আছে সবাইকে সহমর্মিতা জানিয়ে আমার এই পোষ্ট।
আমি মানুষকে ধর্ম দিয়ে আলাদা করতে চাই না, শুধু মানুষ হিসাবে দেখতে চাই...নিরেট মানুষ। কিন্তু তথাকথিত শান্তির পায়ড়া যেভাবে অশান্তি বিলাচ্ছে ঠিক মতো মানুষ্য জীবন যাপন করতে পারা যাচ্ছে কী?

_______________________________

ডা. ছাবিকুন নাহার । সুলেখক।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়