Ameen Qudir

Published:
2017-08-20 17:07:19 BdST

ডা. সায়েবার জন্য নোবেল দাবির বিরোধিতার জবাব দিলেন এক প্রবাসী শিক্ষক


 

 

 

ডা. রিক্তা সাহা
____________________

ডা. সায়েবার জন্য নোবেল দাবি করেছেন দেশের বিশিষ্ট লেখক প্রকৌশলী পেশাজীবি নেতা সরদার আমিন। এ নিয়ে ডাক্তার প্রতিদিনে প্রকাশিত লেখা এখন তুমুল আলোচিত।

কেউ কেউ এ দাবিকে হাস্যকর ও মুর্খ দাবি বলে অভিহিত করেছেন । তাদের বক্তব্য , চিকিৎসা বিজ্ঞানে এ ধরণের পেপার ওয়ার্ককে নোবেল দেয়া হয় না।
জবাবে অন্য পক্ষ বলেন, সরদার অামিন চিকিৎসা বিজ্ঞানে নোবেল দেয়ার কথা বলেন নি।
লাখো মায়ের প্রাণদাতাকে ড.. ইউনুস, ড. কৈলাস সত্যার্থীর মত শান্তিতে নোবেল দেয়া যায়। সঠিকভাবে আওয়াজ তুললে সেমন সম্মান পাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না।
অনেকে লবিং করে নোবেল পেলেও ভারতের ড. সত্যার্থী লবিং করে পান নি। তার ব্যপারে নোবেল কমিটি পর্যন্ত আওয়াজ পৌছেছিল বলে নোবেল পেয়েছেন শান্তিতে ।
সবাই অখ্যাত ড. কৈলাস সত্যার্থীর নোবেল পাওয়ায় অবাকও হয়েছেন।

বিশিষ্ট সিনিয়র চিকিৎসক , প্রাজ্ঞজন

M Rashid Ahmed বলেছেন, মেডিসিনে নোবেল দেয়া হয় মৌলিক গবেষনার জন্য,কোন পদ্ধতি প্রয়োগের জন্য নয় ।
হাস্যকর দাবী করবেন না। ঐলেখক সেন্টিমেন্টাল ও মুর্খ বটে।


দেশের একজন সিনিয়র লোকসেবী চিকিৎসক ডা.
Ajoy Ghosh বলেছেন ,
আরো কত মূর্খতা বা অজ্ঞানতা প্রসূত লেখা পড়তে হবে????

 


এসবের জবাব দিয়েছেন এ্কজন বিশিষ্ট ক্লিনিক্যাল সাইকোলজিস্ট প্রবাসী ড. নিশাত সুলতানা। তিনি
সংগঠক, প্রতিষ্ঠা কালীন সদস্য, গনজাগরন মঞ্চ,শাহবাগ, ঢাকা ৷ শিক্ষক,পাবলিক বিশ্ববিদ্যালয় ৷
জবাবে নিশাত লেখেন ,


কিছু মনে করবেন না স্যার, আপনার জ্ঞাতার্থে জানাই, ডা সায়েবা ম্যাডামকে নোবেল পুরস্কার দেয়ার কথা যিনি মানে সরদার আমিন স্যার তুলেছেন, তিনি স্বয়ং নোবেল পুরস্কার প্রাপ্ত বাংলাদেশী ড: ইউনুসের ঘনিষ্ঠ জন ও সহযোগী ৷ তিনি জানেন, চিকিৎসা শাস্ত্রে নোবেল কাদের দেয়া হয় ৷ কি নিয়মে দেয়া হয় ৷ তিনি কিন্তু কোথাও বলেন নাই— চিকিৎসাবিজ্ঞানে তাকে নোবেল দেয়া উচিত ৷ চিলে কান নিয়েছে ভেবে আমাদের উত্তেজনা না দেখানোই ভাল ৷ লেখাটা ভাল করে পড়ুন ৷ আপনাদের ডাক্তারদের ফোরামের এই বিরোধিতা খুবই স্বাভাবিক এই দেশে ৷ তাই ইঞ্জিনিয়ার সরদার আমিন স্যারকে দাবি জানাতে হয় ৷ নোবেল কারিকুলাম ও নোবেল পলিটিক্স তার ভাল করেই জানা ৷ ড ইউনুস যেভাবে শান্তিতে নোবেল পেয়েছেন, মালালা পেয়েছেন পাকিস্তানে, ড সত্যার্থী পেয়েছেন ভারতে— সেই পরিপ্রেক্ষিতে ডা সায়েবা লাখ লাখ মায়ের প্রান বাঁচিয়ে অবশ্যই শান্তি নোবেল পেতে পারেন ৷

ভাই, আসুন আমরা মনটা বড় করি ৷ নিজেদের হিংসা বিদ্বেষ পরিহার করে জাতীয় স্বার্থে আরও একটি নোবেল দাবি করি ৷ এটা প্রচারনার যুগ ৷ লাখ লাখ সাইন পিটিশনের যুগ ৷ রবী ঠাকুরের জমানা এটা নয় ৷ এখন অনলাইনে সোচ্চার দাবিও অনেক সামাজিক দাবি মেটাচ্ছে ৷ জানেন তো, না কাঁদলে মাও খাবার দেয় না ৷ ফিল প্রাউড এন্ড ফ্রি ডিয়ার ব্রাদার্স ৷

নিশাতের জবাবে
Ajoy Ghosh বলেন,
সরি! আবেগ দিয়ে না করে চিকিৎসা বিজ্ঞানের কোন কাজকে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী কৃত গবেষনার ফলাফলএর ভিত্তিতে মুল্যায়ন করার কথা বলেছিলাম। আর শান্তিতে নোবেল পাওয়া??????


জবাবে নিশাত সুলতানা জানান ,
দাদা ভাই, আবেগের কিছু দেখি না ৷ নোবেল শান্তি পুরস্কার অবশ্যই ডা সায়েবা পেতে পারেন ৷ ড ইউনুস, ড: সত্যার্থীসহ আরও অনেকে যে কারনে নোবেল শান্তি পেয়েছেন, সেই লাখো প্রানরক্ষার সহায়তায় অবশ্যই তিনি পেতে পারেন ৷
আমিও ডাক্তার নই, ননমেডিকেল ৷ দেশের সম্মান যদি আসে আপনাদের সমস্যা কি ৷
নোবেল শান্তি পুরস্কারের তালিকাটা ভাল করে দেখুন ৷ রাজনৈতিক কারনে যেমন অনেকে নোবেল শান্তি পেয়েছেন সত্য ৷ তেমনি ড সত্যার্থী, মাদার তেরেসা, ইউনুস স্যার সহ অনেকে বৃহত্তম জনগোষ্ঠীর কল্যান কাজের জন্যও নোবেল শান্তি পেয়েছেন ৷

_____________________________

ডা. রিক্তা সাহা , সাবেক চট্টগ্রাম মেডিকেল কলেজ।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়