Ameen Qudir

Published:
2017-08-17 16:45:04 BdST

ওদের সুস্থ হয়ে বাড়ী ফেরাটাই ডাক্তারদের আনন্দ


 

 

 

 

ডা. বেলায়েত হোসেন ঢালী
_____________________________________

 

গত দুই মাস ধরে যাদেরকে অবিরত সেবা দিয়ে যাচ্ছি, তাদেরকে সুস্হ্য করে হাসিমুখে বিদায় দিতে পেরে নিজেরা অনেক আনন্দ পাচ্ছি। চিকিৎসকদের প্রত্যাশা ও প্রাপ্তি এটাই।
দীর্ঘদিন সমাজের নানাবিধ সুযোগ-সুবিধা বঞ্চিত সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের ত্রিপুরা পল্লীতে দীর্ঘদিন ধরে বসবাসরত এই উপজাতি গোষ্ঠী যারা খাদ্য,বস্ত্র,বাসস্হান, শিক্ষা ও চিকিৎসা এই মৌলিক অধিকারসমুহের একটিও পায়নি। যার কারনে মারাত্মক অপুষ্টি ও হামসহ নানাবিধ রোগে ভূগছিল।যে কারনে অকালেই ঝরে গেছে ৯টি প্রাণ।তারপরের ঘটনা সকলেরই জানা যা নিয়ে সারাদেশে তোলপাড় হয়ে গিয়েছিল। আর বিআইডিআইডি সহ চমেকহাতে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা -কর্মচারী ও নার্সদের ঘুম হারাম হয়ে গিয়েছিল।
সবার অক্লান্ত পরিশ্রমে তাদেরকে সুস্হ্য করে আবারও ত্রিপুরা পল্লীর সেই পাহাড়ের পাদদেশে ফেরত পাঠাতে সক্ষম হয়েছি।তবে ত্রিপুরা পল্লীতে তাদের প্রত্যাবর্তন শুধু চিকিৎসা সুবিধা নয় নাগরিক আরও অনেক সুবিধাদিসহ হয়েছে।
শুধু তাই নয় তাদের চিকিৎসার জন্যে ইন্সটিউটেটের পরিচালক মহোদয় প্রফেসার এম এ হাসান চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানেে সম্পূর্ন বেসরকারিভাবে বিআইটিআইডিতে চালু করা হয়েছে নতুন একটি ওয়ার্ড।
এখনও প্রতিদিন অসুস্থ হয়ে দু'একজন করে বিআইটিআইডিতে ভর্তি হচ্ছে।আর আমাদের টিমও তাদেরকে প্রতিনিয়ত সেবা দিয়ে যাচ্ছে।
ওরা পাচ্ছে বাড়তি সুবিধা আর আমাদের বেড়েছে বাড়তি দায়িত্ব। ওদের মুখের হাসিই আমাদের প্রাপ্তি।
ওদের সুস্হ হয়ে বাড়ী ফেরাটাই আমাদের আনন্দ।
____________________________________________

 

ডা. বেলায়েত হোসেন ঢালী ।

Former Assistant Register & Studied as MD Paediatrics at Chittagong Medical College and Hospital
Former worked as medical officer at Chattagram Maa-Shishu O General Hospital
Former Internship at Chittagong Medical College & Hospital

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়