Ameen Qudir

Published:
2017-07-13 18:41:43 BdST

তুমি নারী, তুমি মানুষ: তুমি ফেলনা না


 

ডা. শিরিন সাবিহা তন্বী

______________________________


আমাদের সমাজে মধ্যবিত্ত পরিবারের উচ্চ শিক্ষিত ভদ্র মেয়েগুলো একটু যেন কেমন ধারা!বিত্ত বৈভবের দামাদোলের মাঝে বড় হয়নি বলেই হোক বা শিক্ষাটাকে তারা নিজেদের রক্তধারার সাথে মিশিয়ে নিয়েছেন কিংবা ভদ্রতাটা তাহাদের সহজাত গুন বলেই কি তারা ঠিক কোথাও নিজের মনের কথাটা,দুঃখ কষ্ট,সুখ সুবিধা বা চাহিদার কথা মুখ ফুটে বলতে পারে না।
স্কুল থেকে বাবার হাত ধরে বাড়ী ফেরার পথে বাবার "খিদে পেয়েছে?" প্রশ্নের উত্তরে পেটের খিদে লুকিয়ে কিশোরী বয়সে যেমন না সূচক মাথা নেড়ে মিথ্যে বলে,তেমনি বহু বছর পর শ্বশুড় বাড়ীতেও বহু অপমান অবজ্ঞা সয়েও বাবার "কোন কষ্ট নাই তো মা?" প্রশ্নের উত্তরে ঠিক ঘাড় বেকিয়ে না সূচক মাথা নেড়ে মিথ্যে বলে।
এরা বাবার কাছে প্রয়োজন লুকোয়,মায়ের কাছে কষ্ট।ভাইবোনদের কাছে অভিযোগ লুকোয়।নিজের কাছে নিজের চাওয়াকে লুকোয় এরা।
নিজের শখ আহ্লাদ স্বপ্নকে লুকোতে লুকোতে এক সময়ে সে আর নিজেকেই নিজে চিনতে পারে না।
শুরু করে অচেনা নিজের সাথে চেনা নিজের বসবাস।সেই জীবনে তার কোন বক্তব্য থাকে না।
শ্বাশুড়ীকে বলা হয় না,"মায়ের শরীর টা ভালো না।একটা রাত মায়ের কাছে থাকব"।।
শ্বশুড়কে বলা হয় না,"চাকরীর একটা চিঠি এসেছে।চাকরী করতে চাই।নিজের পায়ে দাঁড়াতে চাই"।
ননদ কে বলা হয় না,"কষ্ট হচ্ছে।বাচ্চাটাকে কিছুক্ষন রাখো"।
দেবর কে বলা হয় না,"আজ বাজার টা তুমি একটু করে দাও"।
কাজের বুয়াকে বলা হয় না,"রোজ কেন দেরী কিংবা তিন দিন আসোনি কেন"?

স্বামীকে বলা হয় না,"এত বছর হলো বিয়ে হয়েছে।চলো না সমুদ্র দেখে আসি!তোমার হাত দুটো শক্ত করে ধরে সমুদ্রের নোনা জলে পা ডুবাতে চাই"।

বলা হয় না সংসারে এই আমার চাওয়া।এই আমি পেতে চাই।।
চাওয়া গুলো,পাওয়া গুলো,কথা গুলো,ব্যথা গুলো জমা হয়ে হয়ে বাস্প হয়।

তাই ওগো বিত্তহীনা,বিদুষী,সহবত জ্ঞানা নারী,তোমাকেই বলছি!
তোমার কথা তুমি বলবে।তোমার শিক্ষা,ভদ্রতা বা পরিমিত বিত্ত কোনটাই তোমার নিজের কথা নিজের বলবার অধিকারের পরিপন্থী নয়।চোখের জলে অনেক ভিজেছ!
তুমি নারী।তুমি মানুষ।
তুমি ফেলনা না।ঘরে বাইরে তোমাকেই তুমি প্রকাশ করো।
যেদিন তুমি তোমার চাওয়ার রং এ তোমাকে নিজেকে রাঙ্গাবে ঠিক সেদিন ই তুমি প্রথম জীবনে কিছু পেতে শুরু করবে।
আর এই প্রাপ্তির নামই জীবন !!!!
____________________________

ডা. শিরিন সাবিহা তন্বী , সুলেখক ।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়