Ameen Qudir

Published:
2017-07-10 18:43:50 BdST

খেলনা পিস্তল ও বন্দুক থেকে বাচ্চাদের দূরে রাখুন


 

 



ডা. এনামুল হক চৌধুরী


_________________________________
বাচ্চাদের খেলনার আইটেমে পিস্তল - বন্দুক সব সময় ছিল। কবে থেকে ছিল, তা না জানলেও আমাদের ছোট বেলা থেকে অর্থাৎ গত ৩৫/৪০ বছর ধরে এই খেলনা বাংলাদেশে আছে। মনে পড়ে, আমারও ইটালির তৈরি একটি পিস্তল ছিল। দেখতে হুবহু আসল পিস্তলের মতো। গুলিও করা যেতো। প্রচন্ড শব্দ হতো। কিন্তু কোনো কিছু বের হতো না। বোধকরি, পরবর্তীতেও একই বৈশিষ্ট্য বজায় ছিল। অর্থাৎ শব্দ আছে, কিন্তু বুলেট নেই। তা না হলে, বাচ্চার চিকিৎসক হিসেবে আহত অবস্থায় কোনো না কোনো রোগী পেতাম। কিন্তু এবারের ঈদ ব্যতিক্রম।

এবারের ঈদী দিয়ে বাচ্চারা বিশেষ করে নিম্ন আয়ের অভিভাবকদের বাচ্চারা পিস্তল - বন্দুক কিনেছে। এই খেলনা গুলোতে নকল বুলেট ( সরু এবং মসৃণ) সংযোজন করা হয়েছে! বাচ্চারা খেলার ছলে একে অপরকে গুলি করেছে। আর সর্বনাশটা তখনই ঘটেছে! এই বুলেটের আঘাতে চোখ বিভিন্ন প্রকারের স্থায়ী -অস্থায়ী ক্ষতির সম্মুখীন হয়েছে! যেমন, চোখে রক্ত জমাট; কর্ণিয়া ছিড়ে যাওয়া; চোখের আভ্যন্তরিণ চাপ বেড়ে যাওয়া (গ্লুকোমা); রেটিনা সরে যাওয়া (রেটিনাল ডিটাচমেন্ট) ইত্যাদি। ফলশ্রুতিতে চিরতরে অন্ধত্ব বরণ করা! এমনকি অন্যান্য জটিলতা এড়াতে গোটা চোখ উপড়েও ফেলতে হচ্ছে!

সুতরাং অভিভাবক হিসেবে যে কারও উচিৎ, বাচ্চাকে এই সব খেলনার উপকরণ না দেওয়া এবং পাড়া-প্রতিবেশীকেও নিরুৎসাহিত করা।

__________________________


ডা. এনামুল হক চৌধুরী
শিশুরোগ বিশেষজ্ঞ
চট্টগ্রাম।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়