Ameen Qudir

Published:
2017-04-07 14:23:12 BdST

সংগীতকে প্রার্থনায় রুপান্তর করেছিলেন অমর শিল্পী কিশোরী আমানকর


 

 

 

মেজর ডা. খোশরোজ সামাদ
________________________

 


১।শাস্ত্রীয় সংগীতের অমর শিল্পী কিশোরী আমানকর চলে গেলেন অন্যভূবনে,রংধনুর দেশে। এই মহান শিল্পী ভারতীয় ছায়াছবির গানের ' বিশাল বাজার' কে উপেক্ষা করে শাস্ত্রীয় সংগীতেই থিতু হন।জীবনের ৮৪ বসন্তের আবীরে সংগীতকে প্রার্থনায় নিয়ে গেছেন।

২।পদ্মশ্রী ভূষণ,বিভূষণসহ অনেক পুরস্কার তাঁর পদতলে গড়াগড়ি খেয়েছে। সংগীতে তাঁর গভীর প্রজ্ঞার জন্য তিনি ' বিদুষী ' অভিধায় অভিষিক্ত হন।ভারতের খোদ প্রধাণমন্ত্রীসহ সংগীত জগতের গুণী মানুষেরা তাঁর চলে যাওয়ায় আনুষ্ঠানিক ভাবে শোক জানিয়েছেন।

৩।।ঢাকা আর্মি ষ্টেডিয়ামে বেংগল ফাউন্ডেশন আয়োজিত ধ্রুপদী গানে ২০১৪ সালে তিনি তাঁর সমৃদ্ধ ঝুলির অনেকটাই হাজারো দর্শক - শ্রোতার সামনে ঢেলে দেন। বাতি নিভিয়ে মঞ্চে ইন্দ্রজালিক সুর ছড়িয়ে দেন এই গান সরস্বতী।

৪।সেই বিশাল আয়োজনে পরপর কয়েকদিন রাত জাগার ক্লান্তি আমার দূর হয়ে গিয়েছিল যখন আমি তাঁর সাথে ক্যামেরাবন্দী হই।

৫।আমানকার চলে গেলেও কোটি শ্রোতার ভালবাসার তীব্র মোহন শক্তিতে আরো হাজার বছর বাঁচবেন, একজন শিল্পীর জীবনে সেটাই সবচেয়ে বড় পাওয়া।
_________________________


মেজর ডা. খোশরোজ সামাদ , আর্মড ফোরসেস মেডিকেল কলেজ।
ওয়েস্টার্ন সাহারায় শান্তিরক্ষী হিসেবে সফলভাবে এক বছরের কাজ শেষে আর্মড ফোরসেস মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক, ফার্মাকোলজি বিভাগে যোগ দিয়েছেন।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়