Ameen Qudir

Published:
2016-12-03 02:01:17 BdST

সেক্স নাই কি করবো ! সিগ্রেট ক্যান্সার সারায় কি সত্যি!


 

 

সেক্স নাই কি করবো !


ডা. সুলতানা আলগিনের প্রেসক্রিপশন
_____________________________

বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর ( পুরো নাম পরিচয় গোপণ রাখা হল ) ডা. সুলতানা আলগিনের কাছে জানতে চেয়েছেন,

সেক্স নাই, কি করব ___________
ডাঃ আমার বয়স ৫৮, উচ্চ রক্ত চাপের ওষধ খাই অনেক দিন, এখন ২বছর হইল সেক্স পাওয়ার নাই । কি করা যায় জানাইলে খুশি হইব, আর ডিসুপেন ১ এমজি খাই ছাড়তে চাই কি করা।

ডা. সুলতানা আলগিনের জবাব
__________________

১. বোঝা গেল , সেক্সএ অাপনার আগ্রহ আছে। ধারনা করা যায়, আপনি ইরেকটাল ডিস ফাংশনে ভুগছেন।
যদি রিসেন্ট যদি এম আই বা বালব পরানো না থাকে, যদি এনজাইনা রিলেটেড ওষু ধ না খান; ইনশাল্লাহ আপনি সঠিক চিকিৎসায় সুস্থ হয়ে উঠবেন। এজন্য অাপনি বিএস এম এম ইউ সেক্স ক্লিনিকে আসতে পারেন। প্রতি সোম বার এই ক্লিনিক বসে। দেশ সেরা চিকিৎসকগন সেবা দেন।

২. আপনার জীবনের স্ট্রেস কমিয়ে আনুন,ব্যায়াম করুন , নিয়ন্ত্রিত জীবন যাপন করুন, অবশ্যই সুফল পাবেন। তখন ডিসোপেন নির্ভরতাও কমবে।

 

____________________________

সিগ্রেট ক্যান্সার সারায় কি সত্যি!

_________________________

আল মামুন , B.S.S Hon's & M.S.S in political science at National university
Studied at Govt College জানতে চান,

ক্যানসার এড়াতে সিগারেট খান, এটা সত্য কি। মিডিয়া লিখেছে,

ধূমপান স্বাস্হ্যের পক্ষে হানিকারক, এতে ক্যানসার হতে পারে৷ এমই একটা লাইন ব্যবহার হয় সব সিনেমার আগে৷ মুখস্থ হয়ে গেছে সবার৷ এছাড়াও সিগারেটের প্যাকেটেই দিকে তাকালেই ভয়ঙ্কর একটা ছবি দিয়ে লেখা থাকে স্মোকিং কিলস্৷ কিন্তু এক গবেষক ক্যানসার এড়াতে এই সিগারেট খাওয়ারই পরামর্শ দিচ্ছেন৷ শুনে আঁতকে উঠলেন কি? এই গবেষক বলছেন তামাক গাছ নাকি ক্যানসারের সবচেয়ে বড় শত্রু৷

লাট্রোব বিশ্ববিদ্যালয়ের গবেষক ডা. মার্ক হুলেটের দাবি এনওডি১ ক্যানসার কোষের ছড়িয়ে পরা রুখতে পারে৷ এগুলি প্যাথোজেন মেরে ফেলতে সক্ষম৷ এনএডি১ নিজেই ক্যানসার কোষ খুঁজে পাশের সুস্থ কোষকে অক্ষুন্ন রেখেই ক্যানসার কোষ নষ্ট করে দেয়৷ তবে এখনও ক্যানসার কোষের উপর বেশকিছু প্রয়োগ মূলক পরীক্ষা বাকি রয়েছে৷


_____________________________
ডা. সুলতানা অালগিনের জবাব
_________________________
এসব রিপোর্ট মিডিয়া সেনসেশন। তামাক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর , সেটা মেডিকেল সায়েন্সে প্রমানিত।
তারপরও তামাক উৎপাদকদের বিপুল বিনিয়োগে তামাকে কোন গোপণ গুন আছে কিনা, সেটার বৈজ্ঞানিক গবেষনা চলছে। সেটা চলবেই। কিন্তু এখন এই সব হাফডান মিডিয়া প্রোপাগান্ডায় বিভ্রান্ত হয়ে ধুমপান বিষপানের সামিল। রিপোর্ট ভাল করে পড়লে সেটা বোঝাও যায়।

_____________________

 

ডা. সুলতানা আলগিন
সহযোগী অধ্যাপক
মনোরোগ বিদ্যা বিভাগ। বিএস এম এম ইউ।
সম্পাদক, ডাক্তার প্রতিদিন।

 

আপনার মতামত দিন:


কোথায় ডাক্তার এর জনপ্রিয়