Ameen Qudir

Published:
2017-03-18 16:13:05 BdST

বিশেষজ্ঞ ডাক্তার হওয়ার চেয়ে অজ্ঞ হওয়াই কি নিরাপদ !



 

 

ডা. বেলায়েত হোসেন ঢালী
_________________________________

বিশেষজ্ঞ =বিশেষভাবে অজ্ঞ নাকি বিশেষভাবে অভিজ্ঞ?
বিশেষজ্ঞ মানে বিশেষভাবে অজ্ঞ-
আমি তাই মনে করি।
আর অজ্ঞ হওয়াই এখন নিরাপদ।
সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত এবং দুঃখজনক ঘটনার শিকার সিনিয়র কনসালটেন্ট ডা.শেখ মনির ভাইয়ের উপর হামলা সেটাই প্রমান করে।কারন তিনি রোগীকে অজ্ঞতা দিয়ে চিকিৎসা না করে অভিজ্ঞতা দিয়ে চিকিৎসা করেছেন।

বিনিময়ে একজন সন্মানিত ও স্বনামধন্য চিকিৎসক শারীরিকভাবে লাঞ্ছিত ও অপদস্ত হয়েছেন।
কী প্রয়োজন বিশেষজ্ঞ ডাক্তার হওয়ার কিংবা বিশেষজ্ঞ ডাক্তার তৈরী করার?

যদি অভিজ্ঞতা দিয়ে রোগীর চিকিৎসা করতে গিয়ে বিশেষজ্ঞ ডাক্তারের এই করুণ পরিণতি হয় তাহলে মান্ধাতার আমলের হেকিমী আর কবিরাজি চিকিৎসাই এদেশের তথাকথিত শিক্ষিত মুর্খ মানুষগুলোর প্রয়োজন।

খামাখা বেয়াদবগুলোকে সুচিকিৎসা আর ভাল পরামর্শ দিয়ে আমাদের হেনস্তা হওয়ার প্রয়োজনটা কী?
মনে রাখবেন-
ইয়া নাফসি ইয়া নাফসি
চাচা আপনা প্রাণ বাঁচা
নিজে বাঁচলে বাপের নাম.।
_____________________________

ডা. বেলায়েত হোসেন ঢালী

CHILD SPECIALIST at Chevron Clinical Laboratory (Pte.) Ltd
Former Assistant Register & Studied as MD Paediatrics at Chittagong Medical College and Hospital

আপনার মতামত দিন:


কোথায় ডাক্তার এর জনপ্রিয়