Ameen Qudir

Published:
2019-01-22 23:14:10 BdST

এপিটাফ“আমাকে যেন ভুলে না যাও, তাই একটা ছবি পোস্ট করে মুখটা মনে করিয়ে দিলাম ”


 



ডা. স্বীকৃতি সাহা
_________________________

শিল্পী সংগ্রামী ,মুক্তিযোদ্ধা, কিংবদন্তি গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল বাংলাদেশসহ উপমহাদেশের সঙ্গীতানুরাগীদের শোকসাগরে ভাসিয়ে অকালেই চলে গেলেন।

২ জানুয়ারি ফেসবুকে সর্বশেষ পোস্ট করেন তিনি। তিনি সেদিন কলকাতা থেকে ঢাকায় ফিরেছেন মাত্র। এবং সেদিনই একটি ছবি পোস্ট করে নিজেকে শেষ বারের মত ভক্ত-শ্রোতাদের সামনে তুলে ধরেন । কলকাতা থেকে ঢাকা ফিরে এয়ারপোর্টে বসা অবস্থায় তোলা ছবিটি পোস্ট করেন।

ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, “আমাকে যেন ভুলে না যাও… তাই একটা ছবি পোস্ট করে মুখটা মনে করিয়ে দিলাম।” ক্যাপশনের সঙ্গে ইমোজি হিসেবে ছিল বাংলাদেশের পতাকা।
এর আগে ৭ ডিসেম্বর বলেছিলেন, ৭১ এর পক্ষে ছিলাম, আছি এবং থাকবো... মৃত্যু অবধি।

এছাড়া শেষ দিনগুলোর আরও কিছু কথা স্টাটাস এখানে দেয়া হল।


Ahmed Imtiaz Bulbul
December 31, 2018 at 6:40 AM ·
এ বিজয় ৩০ লাখ শহীদের, এ বিজয় ২ লাখ বীরাঙ্গনার, এ বিজয় ৭১ এর মুক্তিযুদ্ধের এবং এ বিজয় মুক্তিযুদ্ধের সত্যি ইতিহাসের।
✌জয়বাংলা...

সঙ্গে বাংলাদেশ পতাকা।



December 24, 2018 at 8:52 AM ·


বন্ধু,
১৯৭১ কে ভোট দিয়ে বিজয়ী করিস,
তোর বন্ধু।



December 21, 2018 ·
আজও কেন তোমার বুকে ঘুরছে তারা...
একাত্তরের দালাল যারা, জবাব তোমায় দিতেই হবে মা।


December 20, 2018 ·
আমার 'মা' থাকেরে মুক্তিবাড়ী ১৯৭১...
রক্তনদীর পাড়ে বসত নয়রে বেশি দূর।



December 7, 2018 ·
৭১ এর পক্ষে ছিলাম, আছি এবং থাকবো... মৃত্যু অবধি।

আপনার মতামত দিন:


বিনোদন এর জনপ্রিয়