Ameen Qudir

Published:
2017-06-15 18:34:51 BdST

বিটিভি দেখলে স্ট্রেস রিলিভ হয়


 

 

ডা. গুলজার হোসেন উজ্জ্বল
________________________________


বিটিভির একটা চমৎকার ব্যাপার আছে। বিটিভি দেখলে স্ট্রেস রিলিভ হয়। মন শান্ত হয়। বিটিভি দেখলে দেশটাকে শান্তিপূর্ণ স্বপ্নময় মনে হয়। মনে হয় বাংলাদেশটা যেন সুইজারল্যান্ড। যদিও আমি সুইজারল্যান্ডে কোন দিন যাইনি, তারপরও মনে হয়। শুনেছি সুইজারল্যান্ড খুব শান্তিপূর্ণ দেশ। বিটিভিতে বাংলাদেশকে যেমন দেখায় সেরকম।

বিটিভি দেখলে আমার ডি এল রায়ের গানটি মনে আসে। ধন ধান্য পুষ্প ভরা.....। নজরুলের ঐ গানটির কথাও মনে পড়ে " মৃত্যু নাই, নাই দু:খ, আছে শুধু প্রান...."।

বিটিভিতে লেট নাইট নিউজের পর খুব সিরিয়াস কিছু অনুষ্ঠান হয়। ছোটবেলায় দেখতাম 'রাগ রঙ' হতো। এখন দিন বদলেছে। লেট নাইটে আজ দেখলাম সিরিয়াস চলচ্চিত্র বিষয়ক অনুষ্ঠান হচ্ছে।

উপস্থাপক একজন চলচ্চিত্র পরিচালক । তাঁর উচ্চারণ ভয়াবহ। ক কে খ উচ্চারণ করছেন। বোঝা যাচ্ছে তিনি প্রমিত উচ্চারণে অভ্যস্ত নন। তবে যেহেতু এসে পড়েছেন উপস্থাপনা করতে, তাই প্রাণপণ চেষ্টা করছেন শুদ্ধ বাংলায় কথা বলতে। ক কে খ বলাটা তাঁর সেই চেষ্টারই অংশ।

অতিথি একজন কবি, সাংবাদিক ও চলচ্চিত্র গবেষক। বয়স ত্রিশের নিচেই মনে হল। তরুন গবেষক। যেহেতু কবি তাই নামের আগে 'রুদ্র' আছে। ধরে নিলাম তার নাম রুদ্র মোতালেব। রুদ্র মোতালেবের উচ্চারণ আরো ভয়াবহ। চ, ছ এর উচ্চারণ সচিবদের চেয়েও খারাপ।

আলোচনার বিষয় সত্যজিত রায়ের চলচ্চিত্র। অতিথি বললেন, "সত্যজিত রায়ের বিষয়টা হলো উনি প্রথম আন্তর্জাতিক সম্প্রদায়, সিরিয়াস সম্প্রদায়ের কাছে বাংলা সিনেমাটাকে নিয়ে গেসেন। উনি ইটালিয়ান রিয়ালিজম দ্বারা প্রভাবিত হইসিলেন। "

দ্বিতীয় অতিথি বেশ নাম করা চলচ্চিত্র পরিচালক। উষ্কখুষ্ক, এলোমেলো বেশভূষা। তিনি শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টাই করেন নি। তিনি পুরো আঞ্চলিক উচ্চারণে কথা বলেছেন। বিষয়টা ভাল লেগেছে।

আঞ্চলিক ভাষা দোষের নয়। বরং ভাল লাগে। কিন্তু শুদ্ধ বলতে গিয়ে আঞ্চলিক ভাষা মিলিয়ে ফেললে কথককে খুব করুন আর অসহায় দেখায়। হাস্যকরও মনে হয়।

মনে হয় যেন সাঁতার জানেনা এরকম একটা লোককে পানিতে নামিয়ে দেওয়া হলো। লোকটা এখন অযথা পানি খাচ্ছে।

_____________________________

ডা. গুলজার হোসেন উজ্জ্বল , রেসিডেন্ট, বিএস এম এম ইউ ।

আপনার মতামত দিন:


বিনোদন এর জনপ্রিয়