Ameen Qudir

Published:
2017-03-07 23:09:26 BdST

মুক্তির গান , স্বাধীনতার অমর কবিতা



ডা. শিরিন সাবিহা তন্বী

______________________________

আমি মাঝে মাঝেই অবাক হয়ে ভাবি,একটা ভাষন!এ তো গান নয়,যে গীতিকার লিখেছেন,,সুরকার সুর দিয়েছেন আর শিল্পী অনুশীলন করে তা গেয়েছেন!কবিতা ও নয় যে কবি লিখেছেন আর আবৃত্তিকার আবৃত্তি করেছেন!
তাহলে এটা কি??
এটা ছিল এক অলৌকিক সৃষ্টি।এক প্রেমিকের প্রেমের আকুতি!হ্যাঁ!
এক উদাত্ত কন্ঠী,দায়িত্বশীল,সাহসী,প্রতিবাদী,বুদ্ধিদীপ্ত দেশ প্রেমিকের তার প্রিয় স্বদেশ আর ততোধিক প্রিয় দেশবাসীদের প্রতি ভালবাসা আর দায়িত্বশীলতার বহিঃপ্রকাশ!
বঙ্গবন্ধু তার বুকের ক্যানভাসে পরাধীন প্রিয় বাংলাদেশকে নিয়ে যে কাব্যগ্রন্থ রচনা করেছেন,তার ই আবৃত্তি করেছেন সাত মার্চ,একাত্তরে তার ঐতিহাসিক ভাষনে!

 


ভাষনটা যতবার শুনি কেন জানি না প্রতিটি লোমকূপে শিহরন জাগে!
সচেতন হই অধিকারের জন্য!প্রতিবাদী হই অন্যায়ের বিরুদ্ধে!
জানি যুগ যুগ ধরে এই ভাষন কোটি কোটি বাঙ্গালীকে উদ্ধুদ্ধ করবে।
একটি শিশুকে কেবল যদি ঐ মহাত্মার স্নেহ,প্রেম,আদর্শ,সততা,প্রতিবাদ,সচেতনতা আর দেশপ্রেমের শিক্ষা দেয়া যায়,সেই শিশু পরিনত হলে কখন ও পথভ্রষ্ট্র হবে না।অসৎ হবে না।
এমন বটবৃক্ষ যে জাতির জাতির পিতা তারা কিভাবে ঘুষ দুর্নীতিতে আকন্ঠ ডুবে থাকে আমি কেবল ভাবি।
যখন ই কোন বৈপরীত্য উপস্থিত হয় জীবনে আমি চোখ বন্ধ করে কেবল একটি কথা ভাবি,এমন পরিস্থিতিতে বঙ্গবন্ধু যদি পরতেন,কি করতেন!
আমাকে সকলে সাহসী বলে!
বিশ্বাস করুন,কেবল একটা পাহাড় সমান শক্তির বঙ্গবন্ধুকে আমি আমার ছোট্ট বুকটাতে লালন করি আমার মত করে।কম খেয়ে কম পরে একটা জীবন কাটে,,অসম্মানে কাটে না।
বঙ্গবন্ধুকে আজকাল অনেকে স্বার্থের দামে বিক্রি করে।বড্ড ঘৃনা হয়।
তি₩নি তো গুনবাচক বিশেষ্য!
তার কোন কেনা বেচা হয় না।

 


বাঙ্গালী ভাগ্যবান যে এমন প্রশান্ত মহাসাগর আমাদের আছে।তার থেকে পানি নিয়ে সমৃদ্ধ হয়ে একটি বাংলাদেশ গড়লে তাতে সোনা ফলবেই।
না।চকচকে সোনা না।স্নেহ প্রেম ভালবাসা শ্রদ্বাবোধ আর সম্মানের অমূল্য রত্ন।
আমি যে আমাকে চিনি তার সাহসিকতা,সচেতনতা আর প্রতিবাদের প্রায় সবটাই তাকে ভালবেসে।
তাই আজকের এই ঐতিহাসিক দিনে আমাদের প্রতিজ্ঞা হোক বঙ্গবন্ধুকে আমরা যেন হৃদয়ে ধারন করি।
তার আদর্শ তার দেশপ্রেম ই হোক আমাদর চলার পথের পাথেয় !!!
_________________________

ডা. শিরিন সাবিহা তন্বী । জনপ্রিয় লেখক । পেশাজীবী নেতা।

আপনার মতামত দিন:


নির্বাচন এর জনপ্রিয়