Ameen Qudir

Published:
2017-02-13 21:10:38 BdST

বসন্ত বন্দনা


 

ডা. শিরিন সাবিহা তন্বী
_____________________


রূক্ষ্মতার মলিন চাদরে ঢাকা প্রকৃতিতে,ধূসর ধুলোর মিহি আবরনের ফাঁক ফোকর গলে কচি মিঠেল সবুজ তরুন পাতারা চোখ খুলেছে।।গাছে গাছে ডালে ডালে লতায় পাতায় কি যেন গোপন কানাকানি।।
কোন সূদুর থেকে ভেসে আসা মন অশান্ত করা দামাল বাতাসেরা ঠাঁই করে নিয়েছে প্রেমিকের চোখের কোনে,ষোঁড়শীর বুকের কাঁপনে।।
আম্রকানন জুড়ে মুকুলের সমারোহে ভ্রমরের গুনগুনানি।।
গভীর রাতের বিষাদ ভুলাতে অজান্তে কুউউ করে ডেকে উঠছে কালো কোকিল।।
মন কেমন করা বাসন্তী বাতাসে পাল তোলা নৌকোর মতো হাওয়ায় ভেসে বেড়াচ্ছে বুঁনো ফুলের সুবাস।
খুব চুপিচুপি কানে কানে সে যেন বলছে আমি এসেছি।।
ফুল কুঁড়িরা জেনে গেছে সে এসেছে।।
পুষ্পপত্রের লাজুক অবগাহনে আমিও জেনে গেছি সে এসেছে।।
শুভ বসন্ত দিন।।ফাগুনের প্রথম প্রহর!!

#সকলকে_বসন্ত_দিবসের_শুভেচ্ছা।

_____________________________

 

 

ডা.শিরিন সাবিহা তন্বী । দেশের জনপ্রিয় কলামিস্ট। প্রতিভাবান কথাশিল্পী। মেডিকেল অফিসার, শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল।

আপনার মতামত দিন:


নির্বাচন এর জনপ্রিয়