Ameen Qudir

Published:
2017-01-04 18:35:37 BdST

মাদার তেরেসা তরুণ ডাক্তারকে যা বলেছিলেন


সালেহ মনির , এমবিবিএস শিক্ষার্থী
____________________________

কলকাতার বিড়লা হাসপাতালে এক ছোটখাটো গড়নের বৃদ্ধা ভর্তি হয়েছেন MI নিয়ে।
তিনি হাসপাতালে ঘুরে ঘুরে দেখেন। তিনি এক তরুন ডাক্তারকে দেখেন বাচ্চা কে পরীক্ষা করে দেখছেন। নীল বাচ্চা। ডাক্তার কে বললেন, বাচ্চাগুলো নীল কেন?

তরুন ডাক্তার বলল,বাচ্চাগুলোর হার্ট এ সমস্যা।
বৃদ্ধা বললেন, আপনি এখানে কেন জানেন? কারন ঈশ্বর জানেন বাচ্চা গুলোকে এভাবে সৃষ্টি করা হয়েছে এবং আপনাকে এখানে পাঠিয়েছে এ বাচ্চাগুলো ভাল করার জন্য।

তরুন তামিল ডাক্তার টি অবাক হলেন। এ রকম কথা কেউ বলে নি।
বৃদ্ধাটার একটা উক্তি আমি মনেপ্রাণে বিশ্বাস করি।
hands that serve are more sacred than the lips that pray
সবার হাত serve করতে পারে না। তাই পবিত্র হওয়ার প্রশ্ন পরে। এই বিশেষ এটিচিউড অর্জন করতেই এত আয়োজন। এভাবে ভাবলে মেডিকেলে পড়াশুনাতে কোন হতাশাই আসবে না। সত্যি বলছি!
be proud of our gifted hands... all medicos...
বৃদ্ধা কে ক দিন আগে সেইন্ট উপাধি দেয়া হয়েছে । বৃদ্ধার টাইটেলসহ নাম হল সেইন্ট মাদার তেরেসা।
আর তরুন ডাক্তারটা?
তাকে সবাই দেবী শেঠী বলে সারা পৃথিবী চেনে।
___________
দ্র. লেখাটি 4.11.16 তারিখে dna india অনলাইন এ প্রকাশিত how mother teresa touched my heart by dr. devi shetty থেকে অনুপ্রানিত : লেখক ।
_______________________

সালেহ মনির , এমবিবিএস শিক্ষার্থী । রাজশাহী মেডিকেল কলেজ।

আপনার মতামত দিন:


নির্বাচন এর জনপ্রিয়