Ameen Qudir

Published:
2016-12-26 05:05:41 BdST

'মৃত্যুর খোয়াড়' ল্যাব এইডের বক্তব্য অগ্রহনযোগ্য


 

 


ডা. শাব্বির খান

____________________________

ডা. শাম্মীর মৃত্যু নিয়ে
বিএমএ'র চিঠির পরিপ্রেক্ষিতে মৃত্যুর খোয়াড় ল্যাব এইডের জবাব অগ্রহণযোগ্য এবং দায়সারা গোছের ।


ল্যাব এইডের এই ব্যাখ্যা কি আদৌ সন্তোষজনক ?
সেখানে এন্যাস্থেটিষ্ট ছিল না, ডেকে আনতে ১০ মিনিট দেরী হয়েছিল, সেখানে ভেন্টিলেটর ছিল না, সেটা আনতে আরও ৮/১০ মিনিট লেগেছে। এই ১৮-২০ মিনিট দেরীর কারনে বিনা চিকিৎসায় মারা গেছে ডাঃ শাম্মী।
এসব বিষয় তাদের চিঠিতে সযত্নে এড়িয়ে গেছে ল্যাব এইড।

 

ওদিকে অনুসন্ধানে আরো জানা গেছে, ৮-১০ মিনিট চিৎকার করলে অফ ডিউটিতে থাকা অন্য এক চিকিৎসক সেখানে প্রবেশ করেন। প্রতক্ষ্যদর্শী ডা. রোকসানা আক্তার নিজের ফেসবুকে এ বিষয়ে জানিয়েছেন, অফ ডিউটির ডাক্তার প্রবেশ করার আগেই মৃত্যু হয় নাঈমুল হক শাম্মীর। এরপর নিজেদের বাঁচাতে মৃত লোককে নিয়ে নানা রকম পরীক্ষা-নীরিক্ষা শুরু করে। যা কোনভাবেই কাম্য নয়। তিনি আরো বলেন, সময় মতো অক্সিজেন সরবরাহ করা হলে এবং একজন এন্যাস্থেটিস্ট সেখানে উপস্থিত থাকলে মৃত্যুঝুঁকি কমে আসতো।

 

______________________

লেখক ডা. শাব্বির খান ,প্রখ্যাত পেশাজীবী নেতা। সভাপতি মৌলভীবাজার বিএম এ ।

আপনার মতামত দিন:


নির্বাচন এর জনপ্রিয়