Ameen Qudir

Published:
2016-12-24 20:53:53 BdST

স্পিডবোট সংঘর্ষে ডা. সারোয়ারের স্ত্রী নিহত, কন্যা নিখোঁজ


 

 

ডা. শিরিন সাবিহা তন্বী

________________________

 


গত শুক্রবার ভোলা বরিশাল রুটে এক স্পিডবোট দুর্ঘটনায় দূর্ভাগ্যজনক ভাবে নদীতে ডুবে মারা গেছেন আমাদের অত্যন্ত প্রিয় শের ই বাংলা মেডিকেল কলেজের পনের তম ব্যাচের অর্থোপেডিক বিশেষজ্ঞ ডাঃ গোলাম সরোয়ারের স্ত্রী নাসপতি বেগম ওরফে ঝুমুর (৪৫)  ।তাঁর মেয়ে সাইরী আক্তার (১২) নিখোঁজ রয়েছে।

 

সাইরির একটি স্মৃতিময় ছবি________________

 

শুক্রবার ভোলা থেকে বরিশাল ফেরার পথে বিপরীত দিক থেকে আসা অন্য একটি স্পিডবোটের ধাক্কায় নদীতে পড়ে মারা যান   ঝুমুর ।

ডাঃ সরোয়ার বর্তমানে বরিশাল মেডিকেল কলেজের সি সি ইউতে চিকিৎসাধীন আছেন।

অন্য যাত্রী ডাঃ প্রদীপ বনিক আহত হয়ে বরিশাল ফেয়ার হেলথ ক্লিনিকে ভর্তি আছেন।
এ ঘটনায় সর্বস্তরের চিকিৎসকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির সভাপতি ডাঃ আব্দুল গনি মোল্লা এক বার্তায় এ ভয়াবহ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং সবার কাছে দোয়া কামনা করেছেন।

 

 

 

ডাঃ গোলাম সরোয়ার ঢাকা মেডিকেল কলেজের অর্থোপেডিক্স বিভাগের সহযোগী অধ্যাপক।
তিনি পনেরতম ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠানে যোগদান করতে বরিশাল আসছিলেন।


_________________________________

লেখক
ডা. শিরিন সাবিহা তন্বী । জনপ্রিয় কলামিস্ট। কথাশিল্পী। মেডিকেল অফিসার, শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল।

আপনার মতামত দিন:


নির্বাচন এর জনপ্রিয়