Ameen Qudir

Published:
2018-11-27 00:24:26 BdST

আগামী সরকারে চিকিৎসক স্বাস্থ্যমন্ত্রী চাই


 

 

ডা. মোঃ শাব্বির হোসেন খান
___________________________

পরবর্তী সরকারের কাছে চিকিৎসকদের প্রাণের দাবী আমাদেরকে একজন চিকিৎসক স্বাস্থ্যমন্ত্রী দেবেন ।

বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নিম্নলিখিত ১৪ জন চিকিৎসককে মনোনয়ন দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা; পেশাজীবিদের মধ্যে যেটা সর্বোচ্চ বলে আমার ধারনা।
অভিনন্দন এবং শুভকামনা সবার জন্য!
বাংলাদেশ আওয়ামী লীগ যদি সরকার গঠন করে, তা'হলে জননেত্রী শেখ হাসিনার কাছে চিকিৎসকদের প্রাণের দাবী হওয়া উচিত, এই ১৪ জনের মধ্যে যারা বিজয়ী হবেন, তাদের ভেতর থেকে যে কোন একজনকে অথবা অন্য কোন চিকিৎসককে যেন পরবর্তী স্বাস্থ্যমন্ত্রী করা হয়!

১।অধ্যাপক ডা: আ.ফ.ম রুহুল হক(সাতক্ষীরা -৩)-(সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী)
২।ডা: দীপু মনি(চাঁদপুর-৩)
৩।অধ্যাপক ডা: হাবিবে মিল্লাত মুন্না (সিরাজগঞ্জ -২)
৪।অধ্যাপক ডা: আবদুল আজিজ (সিরাজগঞ্জ -৩)
৫।ডা: মো: মুরাদ হাসান (জামালপুর -৪)
৬।ডা: ইউনুস আলী সরকার (গাইবান্ধা -৩)
৭।ডা: এনামুর রহমান (ঢাকা-১৯)
৮।ডা: আনোয়ারুল আশরাফ খান (নরসিংদী -২)
৯।ডা: আফসারুল আমিন (চট্টগ্রাম -১০)
১০।অধ্যাপক ডা: মনসুর রহমান (রাজশাহী -৫)
১১।ডা: সামিল উদ্দিন আহমেদ শিমুল (চাঁপাইনবাবগঞ্জ -১)
১২। মেজর জেনারেল (অবঃ) ডাঃ নাসির উদ্দীন( যশোর-২)
১৩।ডাঃ ইসমত আরা সাদেক (যশোর- ৬)
১৪। ডাঃ মোজাম্মেল (বাগেরহাট-৪)
_____________________________

ডা. মোঃ শাব্বির হোসেন খান
সিওমেক'২২
সভাপতি,
মৌলভীবাজার বিএম এ

আপনার মতামত দিন:


নির্বাচন এর জনপ্রিয়