Ameen Qudir

Published:
2016-12-15 18:15:07 BdST

ভুলি নাই, ভুলব না


 ___ডা. চন্দন মজুমদার ____________


সে দিন।
এক শীতের বিকেলে হৈ চৈ শুনে বাইরে এলাম। আমার বড় দু'ভাই বোন হাতে কিছু পুটলি পাটলী নিয়ে বাড়িতে হাজির। সাথে দাদার চেয়ে কয়েক বছরের বড় আমার পিসতুতো ভাই খোকন দা এবং তার সমবয়সী পাশের বাড়ির রবি কাকা। ওরা সবাই নাকি ত্রিপুরাতে কোনো রিফুজি ক্যাম্পে ছিল। মা কে অনেক দিন পর হাসতে দেখলাম, সাথে কিছু চোখের জল। কয়েক দিন আগেই বাবা নামের কাঁচাপাকা চুলের লোকটা এসেছেন এবং সেই থেকে আমাদের সাথেই আছেন। উনি নাকি ছোট মামার সাথে বনে জঙ্গলে কোথায় কোথায় পালিয়ে ছিলেন এতদিন। মাঝে মাঝে রাতে এসে নাকি আমাদের দেখেও যেতেন। রাজাকার কমান্ডার হেদায়েত উল্লাহ আর তার বাহিনী লুটপাটের পর আমাদের সবগুলো ঘর আমার চোখের সামনেই পুড়িয়ে দেয় মাস তিনেক আগেই। বেঁচে যাওয়া রান্না ঘর টাতেই আমরা থাকতাম। প্রতিবেশীরা মাঝে মাঝে খাবার দিয়ে যেতেন। মাকে জিজ্ঞেস করলাম এতো জন থাকবে কোথায়। মা হাসি মুখেই বললেন 'জায়গা হবে'। আমাদের সব আপন জন ফিরে এসেছে।
আমাদের মত সৌভাগ্য হয়নি হাজারো অনেকের। অনন্ত অপেক্ষায় ছিলেন এবং আছেন তাদের আপন জনেরা। কেউ ফিরে আসেনি।
আপনাদের আত্মত্যাগেই আমরা বাংলাদেশ নামের দেশ পেয়েছি।
অশেষ কৃতজ্ঞতা আর ভালোবাসায় স্মরণ করছি আপনাদের।
_________________________

লেখক ডা. ডা. চন্দন মজুমদার প্রবাসী চিকিৎসক। সিএমসি।

আপনার মতামত দিন:


নির্বাচন এর জনপ্রিয়