Ameen Qudir

Published:
2018-03-29 19:09:38 BdST

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী স্বাস্থ্য বাজেট ন্যূনতম ১৫র স্থলে আমাদের ৫ শতাংশ কেন




অধ্যাপক ডা. মুজিবুল হক
_________________________

ডাক্তারদের ওপর নানা জায়গায় শুধু হামলার খবর জনগনের উগ্র ও উত্তেজক অংশকে উৎসাহিত করছে না তো?
ইউএনও এর উপর হামলায় তাৎক্ষনিক দ্রুত নেয়ায় ওই ধরণের ঘটনা আর ঘটে নাই।

ডাক্তাররা প্রতিরোধ গড়ে তুলতে পারেন নি।একটা শক্ত চেষ্টাও হয়নি। এর কারন অজানা।

ডাক্তার রা , এত বাড়তি খাটুনি খাটছেন , কত যে মানবিক কাজ করছেন, দিবারাত্রি ,এমন কি শনিবারে পূর্ন ছুটির দিনেও কাজ করছেন, তার নুন্যতম স্বীকৃতি মানুষের মাঝে নাই।

নানা সার্জিক্যাল বিস্ময় কর কাজগুলো করছেন ,ডাক্তারেরা, যা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডকে ছুয়ে যায়, এগুলো কি মূল্য হীন?

ডাক্তারদের রুগী সেবার অন্তরায় গুলোর সহজ বোধ্য বয়ান দিয়ে সহজ ভাষায় অজ্ঞ জনগণকে জানাতে হবে। তাদেরকে কনভিন্সড করতে হবে।

অঅমাদের স্বাস্থ্যবাজেট চরম ভাবে কম। তার ধারাবাহিকতায় কোথায়, কি ভাবে রুগীর সুচিকিৎসায় অন্তরায় সৃষ্টি হচ্ছে - এ সবই বোধগম্য করে লেখা উচিৎ, নানাজনের। ডাক্তার পেশাজীবী সক্ষম লেখকদের একাজে এগিয়ে আসতে হবে।

আামরা স্বাস্থ্যের জন্যে বাজেটের ৫% মাত্র পেয়েছি। আার বিশ্ব স্বাস্থ্য সংস্থা : ডব্লিউ এইচ ও র এর নিয়ম অনুযায়ী তা হওয়া কথা নুন্যতম ১৫%।

আমেরিকার জনসংখ্যা আমাদের মাত্র দুই গুন, তাদের স্বাস্থ্য বাজেট আমাদের সারা বছরের পূর্ণ বাজেটের চেয়ে অনেক বেশি।

আর এ কারনে বছরের পর বছর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২৬০০ বেড বা রুগি ভর্তির ব্যাবস্থা থাকলেও সব সময় ৪৫০০,রুগী ভর্তি থাকে। এটা কি বাড়ানো যায় না । এটা খোদ রাজধানীর মধ্য স্থলে এক হাসপাতালের চিত্র।

এর উন্নতি করার ক্ষমতার সামান্য কিছুও ডাক্তারের হাতে নাই। সব রাজনীতিবিদ আর মূলত: আামলার হাতে।

পাবলিক হেলথে এ আমাদের খুব নাম করা বিশেষজ্ঞ রয়েছেন। তারা যদি লাগসই করে স্বাস্থ্য বাজেটের এই আর্থিক দীনতার কারনে জনগনের চিকিৎসার দুরবস্থার সম্পর্কজনগনকে বোঝাতেন, তবে প্রচুর উপকার হত।

চিকিৎসক দের প্রকৃত অবস্থা নিয়ে সাধারণ মানুষের কোন ধারণা একেবারেই নাই।বরং একটা আজব মিথ বিরাজ করছে।

একটা উদাহরণ: দেশের নামকরা বড় এক প্রাইভেট হাসপাতালের বিশাল ছবি দিয়ে এক তরুণ; তার ছবি সঙ্গে দিয়ে লিখেছে - ১০ লক্ষ লাগলো, কসাই ডাক্তার।
কেউ তাকে সঙ্গে সঙ্গে স্মরণ করিয়ে দেন নি , যে ডাক্তাররা এই হাসপাতালের শুধু বেতন ধারী কর্মচারী মাত্র। মাস গেলে বেতনটাই পায়।

এ টাকার সম্পূর্ণটাই পেয়েছেন , দুজন গারমেনট ব্যবসায়ী যারা হাসপাতালটির মালিক।

ডাক্তারদের এমন দুঃসময়ে এসব বুঝিয়ে বলার জন্য আমাদের বিএমএ কেন একজন দক্ষ পাবলিক রিলেশন কর্মকর্তা রাখে না। পাবলিক রিলেশনে বিএমএকে দক্ষ ও কর্মতৎপর দেখতে চাই।
____________________________

অধ্যাপক ডা. মুজিবুল হক । দেশের প্রখ্যাত লোকসেবী চিকিৎসক। সুলেখক ।
FCPS FRCP(uk)DDV(austria)
Skin & Sexul medicine specialist
Popular Dhanmondi 2

আপনার মতামত দিন:


নির্বাচন এর জনপ্রিয়