Ameen Qudir

Published:
2018-03-27 17:36:30 BdST

অনন্য দেশপ্রেম: অপারেশনের আগে পতাকা নিয়ে জীবনের শপথ রোগী ও চিকিৎসকবৃন্দের




ডেস্ক রিপোর্ট
_____________________
রংপুরে হাসপাতালের অপারেশন থিয়েটারের স্বাধীনতা দিবসের প্রাক্কালে এক গভীর আবেগঘন দৃশ্য। কী অপূর্ব দেশ প্রেম।
বাংলাদেশ ও মাতৃভূমির পতাকার প্রতি রোগী ও চিকিৎসকবৃন্দের কী অপরিসীম শ্রদ্ধা ভালবাসা।
দেশপ্রেমিক রোগী ও দেশপ্রেমিক চিকিৎসকবৃন্দ ঊভয়েই ছিলেন প্রস্তুত। দেশপ্রেমে উদ্বুদ্ধ। রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারির সহযোগী অধ্যাপক ডা. হৃদয় রঞ্জন রায়ের নেতৃত্বে চিকিৎসক টিম দৃঢ় ছিলেন, এবার পতাকার শপথ নিয়ে তাদের সুচিকিৎসা নিশ্চিত করবেন।
বাংলাদেশের পতাকার জন্য অন্ত:প্রান রোগীও ভীষন আ্পলুত। বললেন, তিনিও অপারেশনের আগে পতাকা হাতে ছবি তুলবেন।
অবশেষে সেই মাহেন্দ্র ক্ষণ।
রোগী ও চিকিৎসকবৃন্দ লাল সবুজ পতাকা হাতে ছবি তুললেন। রোগীর দৃপ্ত মুখ। আর ডাক্তারদের শপথ ; দেশপ্রেমের শপথ। দেশের লাল সবুজের চেতনায় উজ্জিবীত হয়ে তারা সকল রোগীর সেবায় অক্লান্ত কাজ করবেন। মানুষের জীবন রক্ষা করবেন।

অভূতপূর্ব এই দৃশ্য। অনন্য এই শপথ ও দেশপ্রেম। অপারেশন সম্পূর্ণ সফল। রোগী ভাল আছেন। এরকম ঐতিহাসিক মুহুর্তের সাক্ষী হয়ে সবাই আনন্দিত।

আপনার মতামত দিন:


নির্বাচন এর জনপ্রিয়