Ameen Qudir

Published:
2016-12-02 18:20:39 BdST

বাবা তুমি আউজুবিল্লা বললে না নাউজুবিল্লা !


   


__________________________
অধ্যাপক ডা. রওশন আরা বেগম
___________________________


আমার নিজেরই জীবন নিয়ে লেখা।

কোন এক অজপাড়াগাঁয়ের মেয়ে আমি ;
এখনো মাঝে মাঝে যাই সেই গাঁয়ে ।
কত বছর আগে ভর দুপুরে
আমি এলাম বাবামার
চতুর্থ কন্যা হিসেবে।
ভেবেছ তোমরা !
সাধারণ মুসলিম পরিবারের
চার নম্বর কন্যা !
তার মূল্য কেমন হবে!


বাবাকে অনেকবার বলেছি
যখন কথাটা আমার মনে এলো।
বাবা তুমি আউজুবিল্লা বললে ,
না নাউজুবিল্লা !


বাবা হাসতে হাসতে বললেন,
তুমি আমার ঘর আলো করা রওশন ।
তাই তোমার নাম রাখলাম রওশন।
আমি খুন সুটি করে বলতাম, বাবা ,
একেবারেই আকার ইকার নেই।

তিনি বলতেন, তুমি আমার দীর্ঘায়ুর উৎস।
সেই আমার জন্ম।
সেই আমার চলা শুরু।

 

গ্রামের বড় আকাশ ছেড়ে
এলাম ঢাকা শহরে ।
স্কুল কলেজ রাজপথ
ছাত্র আন্দোলন মুক্তিযুদ্ধ -সব
নিয়ে বুকের মধ্যে যে মানচিত্র একেঁছি -
ভালবেসেছি--
সে যেন আমার জন্ম জন্মান্তর ধরে বুকের মধ্যে রাখা ছিল।


পরিবার সমাজ দেশ
আমার পেশাগত কাজ
সবার কাছে দায়বদ্ধতা আমার।
শোধ করবার আপ্রাণ চেষ্টা আমার।
শিকড়ের কাছে, মাটির কাছে
ঋণ শোধবার তাগিদে
এখনো বড়
আকাশটার কাছে
অনেক দেবার জন্য যাই।

আমি আমার অজপাড়াগাঁয়ে ।
কারণ আমি অজপাড়াগায়ের মেয়ে।
আমার আর হারাবার পাওয়ার কিছু নেই।

কারণ আমি পেয়েছি আমার পরিবার,
আমার সমাজ,
একটা মানচিত্র,
একটা নাম,
এবং সেই গানটা।

মাগো, তোমার বদন মলিন হলে
আমি নয়ন জলে ভাসি ।


পেয়েছি তোমাদের,
আমার আর হারাবার কিছু নেই।
নেই কিছু আর পাবার।
আজও আমি যাই পাড়াগাঁয়ে,
কারণ আমি অজপাড়াগাঁয়ের মেয়ে।

_____________________


অনবদ্য এই আত্মজীবনীমূলক কবিতার কবি ডা. অধ্যাপক রওশন আরা বেগম, দেশের খ্যাতনামা চিকিৎসক ও শিক্ষক।

Prof. Dr. Rowshan Ara Begum
Chairperson-SHMH (MBBS, FCPS)

Head of the Department (Obs. & Gynae)

Holy Family Red Crescent Medical College & Hospital

 ___________________________________________________

 

এখানে কবির স্বকন্ঠে কবিতাটির ভিডিওসহ আবৃত্তির লিঙ্ক দেয়া হল।

 

আপনার মতামত দিন:


নির্বাচন এর জনপ্রিয়