Ameen Qudir

Published:
2017-12-22 19:45:00 BdST

ডা. নাসিমুন নাহারের লেখা নিয়ে অপপ্রচার প্রসঙ্গে টিম ডাক্তার প্রতিদিনের বক্তব্য


 

 

 

 

ডা. নাসিমুন নাহারের লেখা নিয়ে অপপ্রচার প্রসঙ্গে টিম ডাক্তার প্রতিদিনের বক্তব্য

টিম ডাক্তার প্রতিদিন

__________________________

২১ ডিসেম্বর ডাক্তার প্রতিদিনে ডা. নাসিমুন নাহারের একটি সাহিত্যরস সমৃদ্ধ রচনা --"রুম ডেটিং এর সংজ্ঞা" প্রকাশ হয়েছে। লেখাটি ব্যাপক পাঠক পঠিত হয়েছে।


ডেটিং নিয়ে নানা জনের নানা মন্তব্য উদ্ধৃত করে রসরচনাটি লিখেছেন লেখক।

ডা. নাসিমুন নাহার ইতোমধ্যেই একজন প্রবল জনপ্রিয় লেখক। আসছে অমর একুশে বই মেলায় তার উপন্যাসও প্রকাশ হচ্ছে। ইতোমধ্যেই তার লেখা নিয়ে ব্যাপক আগ্রহ তৈরী হয়েছে পাঠক মহলে।

 

তার লেখা হাজারে হাজারে পঠিত হয়। ডাক্তার প্রতিদিনও তার লেখা প্রকাশে উদ্যোগী। বিভিন্ন পেজে তার লেখা পঠিত হয় ব্যাপক।

বিস্ময়ের বিষয় হল , এই লেখাটি নিয়ে ঈর্ষান্বিত একটি মহল ব্যাপক অপপ্রচারে নেমেছে।
ধারনা করা যায়,
এই মহল টি জনপ্রিয় লেখকদের পাঠকপ্রিয়তায় ক্ষুব্ধ।

 

 

 

 

 

 

 

 

এই মহলের অপপ্রচার : কেন ডাক্তার প্রতিদিন এ ধরণের লেখা প্রকাশ করল।

আমাদের বক্তব্য পরিস্কার।
সঙ্কীর্ণমনা , প্রতিক্রিয়াশীল এই অপপ্রচার। অনেকটাই পশ্চাদপদ সাহিত্যবিমুখ এরা। হাস্যকর ভাবে বিভিন্ন ব্লগে এরা অপপ্রচার চালাচ্ছে।
এই কৌশল পুরনো।
এসব করে লেখকদের জনপ্রিয়তা ও গ্রহনযোগ্যতাকে হেয় করা যায় না। বরং লেখকদের উত্তরোত্তর জনপ্রিয়তা বিকাশে এরা ভূমিকা রাখে।

অামরা ডাক্তার প্রতিদিন ডাক্তারদের স্বার্থ সংশ্লিষ্ট লেখা যেমন প্রকাশ করি। একই সঙ্গে ডাক্তার লেখক দের সাহিত্য মূলক লেখা ও রসরচনাও প্রকাশ করি। করবো।

যারা নানা ধরণের অপপ্রচার করছেন, তাদের দেশের লেখকদের নানামুখী লেখা পাঠের অনুরোধ রইল। ডাক্তাররাও রস রচনা লিখবেন। সেসবও নিয়মিত প্রকাশ করব আমরা।

রুচি গত কারণে অঅমরা এখানে ওই সব অপপ্রচারের কোন নমুনা ছবি প্রকাশে বিরত থাকলাম।
টিম ডাক্তার প্রতিদিন

আপনার মতামত দিন:


নির্বাচন এর জনপ্রিয়