Ameen Qudir

Published:
2017-12-15 20:35:41 BdST

কক্সবাজার মেডিকেল কলেজে দীর্ঘদিন ধরে গাইনিসহ বিভিন্ন বিভাগে শিক্ষক নেই


 



 

অধ্যাপক ডা. রেজাউল করিম মন্নু


____________________________

 

কক্সবাজার মেডিকেল কলেজে দীর্ঘদিন ধরে গাইনিসহ বিভিন্ন বিভাগে শিক্ষক নেই। এতে রুগী ও ছাত্র-ছাত্রীরা ক্ষতিগ্রস্ত হয়।

দেখা যায় চট্টগ্রাম মেডিকেল কলেজে শিশু বিভাগে ৫টি পদে ৮ জন অধ্যাপক আছেন অথচ কক্সবাজার, আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ, নোয়াখালী ও কুমিল্লা মেডিকেল কলেজে শিশু বিভাগে কোন অধ্যাপক নেই।

এ বিষয়গুলিও সংশ্লিষ্টদের দেখা দরকার। সকল মেডিকেল কলেজে ছাত্র-ছাত্রীরা অধ্যয়ন করেন এবং এই মেডিকেল কলেজ গুলির শিক্ষা ও চিকিৎসা কার্যক্রম সুষ্ঠুভাবে চলার দায়িত্বও সংশ্লিষ্ট সকলের। অন্যান্য মেডিকেল কলেজকে বঞ্চিত করে বিভিন্ন অজুহাতে সবাই শুধু মাত্র ঢাকা ও চট্টগ্রাম মেডিকেলে থাকার ধান্দা করবেন তা কাম্য নয়।

কক্সবাজার মেডিকেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে ১৪ টি মেডিকেল কলেজের মধ্যে ১ম প্রফেশনাল এম বি বি এস পরীক্ষায় মে' ২০১৬ ও মে' ২০১৭ এ পাশের হারে ১ম হয়েছে। যথাক্রমে ৯৪% ও ৮৬% ।

__________________________


অধ্যাপক ডা. রেজাউল করিম মন্নু
Professor & HOD, Dept of Pediatrics and Former Principal, Cox's Bazar Medical College, Cox's Bazar

আপনার মতামত দিন:


নির্বাচন এর জনপ্রিয়