Ameen Qudir

Published:
2017-12-14 02:46:07 BdST

ইতিহাসের প্রতিটি অর্জনে বাঙ্গালী চিকিৎসকদের বীরত্বের গল্প বুক ফুলিয়ে বলা যায়




 

ডা. জাহিদুর রহমান
____________________

 

 

শহীদ বুদ্ধিজীবী ডাঃ ফজলে রাব্বি ছিলেন হার্টের ডাক্তার। তাই হত্যা করার আগে পাক বাহিনী তার হৃদপিন্ড ছিঁড়ে এনেছিল। তেমনিভাবে চোখের ডাক্তার ছিলেন বলে আলীম চৌধুরীর চোখ দুটো উপড়ে ফেলা হয়েছিল বেয়োনেট দিয়ে। ভাষা আন্দোলনের সামনের সারিতে ছিলেন এদেশের ডাক্তার এবং মেডিকেলের ছাত্র-ছাত্রীরা। ডাঃ মিলন জীবন দিয়েছিল স্বৈরাচার হটাতে। রাজশাহী মেডিকেলের ছাত্র সেই কিশোর মুক্তিযোদ্ধাদের অস্র পাশে রেখে শুকনো রুটি চাবানোর ছবি এখনো কাঁদায়। এমনকি কিছুদিন আগের যে গন জাগরন, তারও নেতৃত্বে ছিলেন কয়েকজন ডাক্তার। এমনিভাবে ইতিহাসের প্রতিটি অর্জনে বাঙ্গালী চিকিৎসকদের বীরত্বের গল্প বুক ফুলিয়ে বলা যায়। আফসোস, যে পেশার মানুষদের এত সম্মানের একটা অতীত আছে, আজকে তারাই সবচে কাপুরুষ। এক সময় আমাদের স্বজাতিরা দেশের জন্য সব দিয়েছেন। আর এখন নিজের স্বার্থের বাইরে কোন কিছু করা তো পরের কথা, চিন্তা করতেও আমাদের ভয় হয়।

আপনার মতামত দিন:


নির্বাচন এর জনপ্রিয়