Ameen Qudir

Published:
2017-09-17 14:37:56 BdST

প্রধানমন্ত্রী মানবদরদী হিসেবে আশ্রিতদের পাশে দাঁড়ালেন সর্বোচ্চ সক্ষমতায়


ডা. শিরীন সাবিহা তন্বী


_____________________________

আরাকান রাজ্য থেকে সুচীর বার্মিজ সরকারের সহিংসতা,খুন,ধর্ষন,ঘরবাড়ী জ্বালিয়ে দেয়া অসহায় রোহিঙ্গা জনগোষ্ঠী।
আশ্রয় নিল এসে বাংলাদেশে।
অতঃপর!


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের ইতিহাসে মানবদরদী নারী এবং সুযোগ্য নেত্রী হিসেবে আশ্রিতদের পাশে দাঁড়ালেন সর্বোচ্চ সক্ষমতা নিয়ে।


# বিরোধী দল বহুদিন রাজনীতির ময়দান থেকে দূরে।টিভি ক্যামেরাতে চেহারা ভাসে না।এই সুযোগে সরকারের করনীয়পাকে প্রশ্নবিদ্ধ করার ব্যর্থ প্রয়াসে টিভি ক্যামেরার সামনে ভুল ভাল বকছেন।


# আমরা কিছু ফেসবুকিয়ান যার যার মতামত প্রদান করছি।তর্ক করছি।কেউ রোহিঙ্গাদের জন্য নন জাজমেন্টাল হয়ে জান কবুল।কেউ জাজমেন্টাল।খারাপ লাগছে।তবে তাদের ফেরত যেতে হবে তাদের দেশে।
# কিছু নায়ক সিনেমায় রোল না পেয়ে এই সুযোগে মিয়া বিবি এমপি হবার চেষ্টায় ত্রান ড্যাশ ড্যাশ ড্যাশ।


# কিছু মুফতী রোহিঙ্গা দ্বিতীয় বিবাহ করবার প্রচারনা এবং বিবাহ করতে বাস রওয়ানা।
# কিছু দরদী ব্যবসায়ী কৃত্রিম চালের সংকট তৈরী করে প্রতি কেজি চালে দশ টাকা বৃদ্ধি।
# জেলা প্রশাসনের ত্রান বিতরন কমিটি বিরক্ত।ত্রান আসছে গরু ছাগলের মত ট্রাকের পিছনে মানুষ।কেউ বার বার পাচ্ছে।কেউ একবার ও না।কমিটি কোন সুস্থ ব্যবস্থা করছে না।


# মসজিদ বাস লঞ্চে কিছু লেবাসী লোভী প্রতারক বিকৃত ছবি নিয়ে রোহিঙ্গাদের জন্য টাকা সংগ্রহের নামে চাঁদাবাজি করছেন।
# কিছু মানুষ সত্যিই ত্রান দিতে সেই সুদূর কক্সবাজারের উখিয়াতে দৌড়ে যাচ্ছেন।কিছু দরকারী জিনিস তাদের হাতে পৌছে দিচ্ছেন।


# কেউ কেউ সাহায্য হাতে নিয়ে বিশ্বস্ত মানুষ খুঁজে বেড়াচ্ছেন।কার হাতি দিলে বিপদগ্রস্থরা সাহায্য পাবে।প্রতারকের হাতে সাহায্য যাবে না।
# জানি একাত্তর অনেক ভয়ংকর ছিল।সেই অর্ধশত বছর আগে অনেকটাই অন্যরকম।কোন নাটক সিনেমা দেখেই সেই সময়টা বুঝতে পারি না।রোহিঙ্গাদের বিপদে শত ভাগে ভাগ হওয়া এই মানুষদের দেখে যেন শহীদ রুমী কিংবা আযাদ,বদিদের চোখে একাত্তর দেখছি।

____________________________


ডা. শিরীন সাবিহা তন্বী, বরিশাল।

আপনার মতামত দিন:


নির্বাচন এর জনপ্রিয়