Ameen Qudir

Published:
2017-08-22 20:35:33 BdST

চিকিৎসা সেবায় চীন ভারত শ্রী লঙ্কা পাকিস্তান থেকে অনেক এগিয়ে বাংলাদেশের ডাক্তাররা


 

 

 

 


ডাক্তার প্রতিদিন ডেস্ক

____________________

 


উন্নত চিকিৎসা সেবায় চীন ভারত শ্রী লঙ্কা পাকিস্তানের চেয়ে অনেক অনেক এগিয়ে বাংলাদেশের ডাক্তাররা।

মেডিকেল জার্নাল দ্য লেনসেটে প্রকাশিত গ্লোবাল বার্ডেন অব ডিসেস নামের শিরোনামের ওই গবেষণা প্রতিবেদনে দাবি করা হয়।

ওই প্রতিবেদনে বিশ্বের ১৯৫টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান দেখানো হয়েছে ৫২, অার ভারতের অবস্থান ১৫৪ দেখানো হয়েছে। শ্রীলঙ্কা ৭৩ এবং চীনের অবস্থান ছিল ৭৪তম স্থানে।পাকিস্তানের অবস্থান ১৭৬ ।

তবে তালিকার শীর্ষ স্থানে রয়েছে সুইজারল্যান্ড এর পরেই যথাক্রমে অবস্থান করছে সুইডেন ও নরওয়ে।

 

 

১৯৯০ সাল থেকে ২০১৫ পর্যন্ত সময়ে দেশগুলোর চিকিৎসা সেবার মানের উপর ভিত্তি করে এ প্রতিবেদন তৈরি করা হয়।

প্রতিবেদনে আরো বলা হয়, গত ২৫ বছরে হেলথ কেয়ার ইনডেক্সে ভারতের স্কোর ১৪ দশমিক ১ পয়েন্ট বেড়েছে। যেখানে ১৯৯০ সালে তা ছিল ৩০ দশমিক ৭ বর্তমানে তা ৪৪ দশমিক ৮ হয়েছে। এছাড়া যক্ষা, ডায়াবেটিস, হার্টের ও কিডনির চিকিৎসার ক্ষেত্রে সেবার উন্নয়নে ভারত প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে।

আপনার মতামত দিন:


নির্বাচন এর জনপ্রিয়