Ameen Qudir

Published:
2017-06-17 21:12:15 BdST

সপ্তাহে ডাক্তারদের ৪৮ ঘন্টার বেশী কাজ নয় : বিএমএর দৃষ্টি অাকর্ষণ সিনিয়র অধ্যাপকের


 

অধ্যাপক ডা. মুজিবুল হক
_________________________

৮০০ রোগী দেখার লোকবল নিয়ে ১০০০০ রুগী দেখা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এ হিসাব outdoor /indoors মিলিয়ে দিনে।

. ক্লান্ত ডাক্তার /নার্স', কেউই মাথা ঠান্ডা রেখে কাজ করা দু:সাধ্য বোধ করছেন। সৌম্য, সুন্দর ব্যাবহার এর ব্যাত্যয় হবেই। সব সময়ই unbearable stress এ কাজের মান
কমে যায়। বাংলাদেশে ডাক্তার ছাড়া সকলেরই দুদিন ছুটি।
দুনিয়াময় ডাক্তার দের ২ দিন ছুটি। ঝরঝরে হয়ে, নুতন উদ্যোগে কাজ শুরু করার benifit ই ওন্যরকম। ইমার্জেন্সির নিয়মই অবশ্য আলাদা ।

, আমাদের সঙ্গে মেলে, সেই ভারতের supreme court এর আদেশ ( no 286-352, 1985), হলো, doctors must not work more than 48 hours, in a wk.এর পর আর কথা থাকে না।
আমাদের BMA এটা আদায় করবেন, এটা যেনো তাদের দাবির তালিকায় থাকে,এটাতে শেষ বিচারে জনগনই উপকৃত হবেন, এটা যেনো তারা বোঝাতে পারেন, এই কামনা করি।
_______________________________

 

লেখক অধ্যাপক ডা. মুজিবুল হক । দেশের প্রখ্যাত লোকসেবী চিকিৎসক। সুলেখক ।
FCPS FRCP(uk)DDV(austria)
Skin & Sexul medicine specialist
Popular Dhanmondi 2

প্রাক্তন অধ্যাপক ঢাকা মেডিকেল কলেজ।

আপনার মতামত দিন:


নির্বাচন এর জনপ্রিয়