Ameen Qudir

Published:
2017-03-14 18:41:07 BdST

বাংলাদেশের স্বাস্থ্যখাত অনেক দেশের জন্য দৃষ্টান্ত: জাতিসংঘ


ডাক্তার প্রতিদিন
____________________________


বাংলাদেশের স্বাস্থ্যখাতের সাম্প্রতিক অর্জনকে বিশ্বের অনেক দেশের জন্য দৃষ্টান্ত হিসাবে মনে করে জাতিসঙ্ঘ। জানিয়েছেন ঢাকা সফররত জাতিসংঘের বিশেষ দূত ডেভিড ন্যাবারো। রবিবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকে সাক্ষাৎ করতে এসে তিনি এ মন্তব্য করেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত কয়েক বছরে মা ও শিশু স্বাস্থ্যের উন্নয়নে বাংলাদেশের সাফল্যের প্রশংসা করে জাতিসংঘের বিশেষ দূত ডেভিড ন্যাবারো বলেছেন, ‘স্বাস্থ্য সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে তৃণমূলের জনগণকে সম্পৃক্ত করাতে বাংলাদেশ সরকারের সক্ষমতা নিঃসন্দেহে প্রশংসনীয়।’

 

এসময় তিনি ম্যালেরিয়া নির্মূল, ডায়াবেটিস, রক্তচাপ, হৃদরোগ, নারীদের ক্যান্সার প্রতিরোধের চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকারের গৃহীত কর্মসূচিরও প্রশংসা করেন। এছাড়া বাংলাদেশের ঔষধ শিল্পের অগ্রগতিতেও সন্তোষ প্রকাশ করেন ডেভিড ন্যাবারো।
স্বাস্থ্যমন্ত্রী এসময় বলেন, ‘বর্তমান সরকারের সময়ে আর্থ-সামাজিকখাতে বাংলাদেশ যথেষ্ট উন্নতি অর্জন করেছে। বাংলাদেশের ঔষধ বিশ্বের ১২৭টি দেশে রফতানি হচ্ছে। এ খাতের আরও বিকাশের লক্ষ্যে উন্নয়ন সহযোগীদের এগিয়ে আসতে হবে।’

আপনার মতামত দিন:


নির্বাচন এর জনপ্রিয়