Ameen Qudir

Published:
2016-11-16 01:07:30 BdST

ব্যাঙ্কের লাইনে প্রধানমন্ত্রী বৃদ্ধা মা , বাংলাদেশে কল্পনা করা কি সম্ভব !


 

স্টাফ রাইটার ______________

ছবি দেখে চমকে গেলেন তো। কে এই বৃদ্ধা জননৗ। তার হাতে টাকা কেন। কিসের টাকা।
আপনার বিস্মিত হওয়ার ক্ষমতাকে সামলে রাখুন।
কেননা, অবিশ্বাস্য হলেও সত্য , ইনি হীরাবেন মোদী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাতা। বয়স প্রায় নব্বই। তারপরও ব্যাঙ্কে গেছেন নোট বদলাতে। না, এটা কোন ফটোসেশন নয়। স্ট্যান্টবাজিও নয়। হীরাবেন মানুষটাই এরকম। মায়ের এই কর্মের কথা জানার পর খোদ ভারত প্রধানমন্ত্রী ছুটে মায়ের পদতলে লুটিয়ে পড়েন। মায়ের এই কাজ পুত্রকেও মহাসম্মানিত করেছে যে।


গাঁধীনগরের রাইসানে একটি ব্যাঙ্কে নোট বদলানোর লাইনে গিয়ে দাঁড়ান প্রধানমন্ত্রীর মা । কোন ভিভিআইপি প্রটেকশন ছিল না। তিনি গেলেন পুরোন নোট বদলাতে। চার হাজার টাকার পুরোন নোট বদলে নতুন নোট নিলেন তিনি।

 

    

বাংলাদেশে এমনটা কি কল্পনা করা সম্ভব।
ঢাকায় হলে মহামন্ত্রীর মায়ের জন্য গাড়ির বহর নামত। রাস্তা বন্ধ করে দেয়া হত। ব্যাঙ্কে চারপাশে পারলে কার্ফিউ দিয়ে ফটোশেসন হত। তাছাড়া, মন্ত্রীর মা বা বউ ঝি ব্যাঙ্কে যাবেন কেন। ব্যাঙ্ক হেঁটে আসতো ভি আইপি মন্ত্রীমাতার কাছে।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়