Ameen Qudir

Published:
2017-01-07 16:34:22 BdST

বাংলাদেশী এফ সি পি এস ডিগ্রির পাকিস্তান ছাড়া কোথাও দাম নাই :স্ট্যান্ডার্ড রিকগনিশন নাই


 

 

 

ডা. নুরুল আমিন

__________________________


ডা. অঞ্জলি সাহা লিখেছেন লিখেছেন, ""এই কঠোর পরীক্ষা ( এফ সি পি এস ) এটা নিশ্চিত করে একজন ফেলো সম্পূর্ন যোগ্য এবং বিশ্বমানের।'""


 দু:খিত কি বুঝাতে চাচ্ছেন?

কিসের স্ট্যান্ডার্ড? অভাগা কি শুনলাম!!! feelings heart broken.
চলেন মালয়েশিয়া ঘুরে আসি। সুদান ঘুরে আসি। সিংগাপুর ঘুরে আসি। অস্ট্রেলিয়া ঘুরে আসি।


দেখবেন ওদের প্রতিটা ডিগ্রী ইউরোপ, আমেরিকা,কানাডা, অস্ট্রেলিয়া তে রিকগনাইজ করা। আর আমাদের এই স্ট্যান্ডার্ড ডিগ্রীর পাকিস্তান ছাড়া আর কোন দেশে রিকগনিশন আছে বলে আমার জানা নেই।

তাহলে বাইরের দেশে এই ডিগ্রী দিয়ে চা ও খাওয়া যাবেনা। অথচ দেখেন হালের রেসিডেন্সি ডিগ্রি প্রাণ গোপাল স্যার কষ্ট করে হলে ও মধ্যপ্রাচ্য তে রিকগনিশন করিয়ে গেছেন। মধ্যপ্রাচ্য পর্যন্ত এটা দিয়ে বিশেষজ্ঞ হিসেবে কাজ করা যায়। জানিনা ভবিষ্যতে আর কোন ভিসি স্যার এর রিকগনিশন বাড়াবেন কিনা?


আরো জেনে অবাক হবেন বাংলাদেশের পুরাতন ৮ টি আর নতুন ৫ টি ছাড়া অবশিষ্ট সরকারি ১৯ টি আর বেসরকারি বেশিরভাগ মেডিকেল কলেজ আন্তর্জাতিক মেডিকেল কাউন্সিল এর রিকগনাইজেশন বহির্ভূত।
অথচ বিসিপিএস যদি এটা রিকগনাইজেশন করত তাহলে আমরা FCPS কমপ্লিট করেই ইউরোপের বাজারে বিশেষজ্ঞ হিসেবে অবাধ প্রবেশাধিকার পেতাম। কষ্ট করে MRCP/ MRCS করতে হত না।
একটু সচেতন আর সদিচ্ছা থাকলেই এই রিকগনাইজেশন করতে পারত তারা।
দু:খিত বেশি বলে ফেলার জন্য ।

_________________________


লেখক ডা. নুরুল আমিন
Assistant Surgeon, Zakiganj, Sylhet,
Assistant Surgeon / Medical Officer at BCS (health)
Worked at M A G Osmani Medical College & Hospital
Former Foundation Training at Bangladesh Academy for Rural Development
Studies at Bangabandhu Sheikh Mujib Medical University-BSMMU
Studied at Bangladesh College of Physicians and surgeons
Studied at Bangladesh Institute of Child health(BICH)
Studied at Rangpur Medical College
Studied at Sylhet MAG Osmani Medical College

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়