Ameen Qudir

Published:
2019-02-16 11:31:59 BdST

‘সোনালী কাবিন’-এর কবি আল মাহমুদ প্রয়াত


 

 
ডা. স্বীকৃতি সাহা
_________________________

‘সোনালী কাবিন’-এর কবি আল মাহমুদ মারা গেছেন । হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।
৮২ বছর বয়সী আল মাহমুদ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

ধানমণ্ডির একটি হাসপাতা‌লে শুক্রবার রাত ১১টা ৫ মিনিটে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন বলে কবির ব্যক্তিগত সহকারী আবিদ আজম জানিয়েছেন।

গুরুতর অসুস্থ হয়ে পড়ায় গত শনিবার সন্ধ্যার পর এই হাসপাতালে নেওয়া হয়েছিল আল মাহমুদকে। প্রথমে সিসিইউ ও পরে আইসিইউতে রেখে তাকে চিকিৎসা দেওয়া হয়।

শুক্রবার রাত ১০ দিকে আল মাহমুদকে লাইফ সাপোর্টে নেওয়া হয় বলে আবিদ জানান।

১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন আল মাহমুদ। তার প্রকৃত নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ। সাহিত্যে অবদানের জন্য ১৯৬৮ সালে বাংলা একাডেমি পুরস্কার পান তিনি।

সোনালী কাবিন সনেটগুচ্ছ লেখার পর আল মাহমুদ দু বাংলাতেই একজন শক্তিশালী কবি হিসেবে ভালবাসা পেতে শুরু করেন। সোনালী কাবিন বাংলা সাহিত্যের অমর সম্পদ। একটা সময় কবি শামসুর রাহমানের পর বাংলাদেশ সাহিত্যের অন্যতম প্রধান কবি হিসেবেও সম্মানিত হন।

আল মাহমুদ ও শামসুর রাহমান--------------------------

লোক লোকান্তর (১৯৬৩)
কালের কলস (১৯৬৬)
সোনালী কাবিন (১৯৬৬) তার অমর সৃষ্টি।
পানকৌড়ির রক্ত
সৌরভের কাছে পরাজিত
গন্ধ বণিক তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম।

সোনালী কাবিনের যৌবনে -------------------


সাহিত্য জীবনের সৃজনশীল পর্বে তিনি লোককবি , গনমানুষের কবি থাকলেও জীবনের অর্থনৈতিক টানা পড়েনে তিনি লোককবিত্ব ছেড়ে জামাতে ই লামীর ভাবাদর্শের কবি সাহিত্যিক হিসেবে অন্তিম সময় কাটান। বিতর্কিত হন। বখতিয়ারের ঘোড়া সহ সাম্প্রদায়িক ভাবধারার কাব্য লিখে সোনালী কাবিনের মাধুর্য হারান। শেষাবধি জামাত গন্ডী থেকে বের হতে পারলেও সাহিত্যামোদীরা জানান, তার লোক লোকান্তর
কালের কলস
সোনালী কাবিন কালের পিঠে টিকে থাকবে শত বছর।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়