Ameen Qudir

Published:
2019-01-20 20:59:23 BdST

'টেন ইয়ারস চ্যালেঞ্জগত দশবছরের পরিবর্তনের একটি ছোটগল্প শোনাতে চাই আমিও


 


ডা. আতিকুজ্জামান ফিলিপ
_______________________________


বিগত কয়েকদিন ধরে দেখছি সবাই 'টেন ইয়ারস চ্যালেঞ্জ' লিখে দশবছরে কার কি পরিবর্তন হলো সেই ছবি আপলোড দিচ্ছেন।
আমিও গত দশবছরের পরিবর্তনের একটি ছোটগল্প শোনাতে চাই।
সেই পরিবর্তনটি আমার একার না।
সেই পরিবর্তনটি সবার, সেই পরিবর্তনটি গোটা দেশের!

আমরা অনেকেই হয়তো খেয়াল করিনি যে আমাদের অগোচরেই একটি পরিবর্তন এদেশের রাজনীতিতে ও সমাজে ঘটে যাচ্ছে খুব ধীরে ধীরে!

নেতিবাচক কিছু পরিবর্তন যেমন ঘটছে সাথে সাথে ইতিবাচক অনেক পরিবর্তনও সমান তালে ঘটে চলেছে এই সময়ে।
আমি শুধু ইতিবাচক দু'চারটা পরিবর্তনের গল্প শোনাতে চাই।


আমাদের অনেকদিনের স্বপ্ন এদেশে ধর্মচর্চা থাকবে কিন্তু ধর্মীয় গোড়ামী থাকবে না।

আল্লামা শফি দু'দিন আগে ফতোয়া দিয়ে বল্লেন নারীদের ফোর ফাইভের বেশী পড়ানো যাবে না।
তার এই বক্তব্যে সারাদেশের সচেতন সমাজে প্রতিবাদের ঢেউ উঠলো।
আল্লামা শফি তার বক্তব্য ঘুরিয়ে নিতে বাধ্য হলেন!

ধর্মীয় গোড়ামির এইদেশে কয়েকবছর আগেও কি আমরা এটা কল্পনা করতে পারতাম যে আল্লামা শফি তার বক্তব্য ঘুরিয়ে নেবেন!


আমাদের অনেকদিনের স্বপ্ন নারীরাও পুরুষের সাথে সাথে সমান তালে এগিয়ে যাবে।
নারীরা আজ কোথায় নেই!
সবখানেই নারীদের জয়জয়কার!
পুরুষের সাথেই সমান তালে ঘরে-বাইরে এগিয়ে চলেছে তারা।
ধর্মীয় কূপমণ্ডূকতা আর তথাকথিত সামাজিক মুরুব্বীরা তাদের এগিয়ে যাওয়ার পথে বাঁধা হয়ে দাঁড়াতে পারছে না আর!

নারীর ক্ষমতায়নে বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল যা দশবছর আগেও ছিলো নিছক কল্পনা!


আমাদের অনেকদিনের স্বপ্ন শিক্ষিত বেকার তরুনেরা শুধু সরকারি বেসরকারি চাকরির আশায় জীবনের মূল্যবান সময়টা নষ্ট করবে না বরং নিজেরাই নিজেদের কর্মসংস্থানের ব্যাবস্থা করে নেবে।

বিগত দশবছরে অন্যখাতের কথা বাদই দিলাম শুধুমাত্র অনলাইন শপিঙেই লাখ লাখ বেকার তরুন যেভাবে তাদের কর্মসংস্থান তৈরি করে নিয়েছে তা আমাদের আশাবাদি হতে আশা জাগায়।

উল্লেখযোগ্যহারে কমেছে তরুণদের বেকারত্বজনিত চুরি ছিনতাই রাহাজানি।
কমেছে পাড়ায় পাড়ায় উঠতি বয়সী রোমিওদের দলবেঁধে বৈকালিক মহড়া!


আমাদের অনেকদিনের স্বপ্ন সংসদে একটি শক্ত বিরোধিদল থাকবে যারা সরকার ও সমাজের বিভিন্ন অসঙ্গতির কথা তুলে ধরে তা পরিবর্তনের জন্য জোরালো ভূমিকা রাখবে।

আমরা তেমন কোন বিরোধিদল আজও খুঁজে পাইনি ঠিকই তবে বিরোধিদলের সেই আসনটি নিজকাঁধে তুলে নিয়েছে বিভিন্ন সোস্যাল মিডিয়া।
আমরা দেখেছি সোস্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়ে উড়ে গিয়েছে সামাজিক অনেক অনাচার, পরিবর্তিত হয়েছে রাজনৈতিক অনেক সিদ্ধান্ত, দশবছর আগে যেটা কেউ ভাবেনি কখনো!


আমাদের অনেকদিনের স্বপ্ন দেশের রাজনীতিতে গুনগত পরিবর্তন আসবে।
শিক্ষিত দেশপ্রেমী তরুনেরা রাজনীতিতে এগিয়ে আসবে।
তন্ময় আর মাশরাফিরা এগিয়ে আসছে।
আরো অনেকেই এগিয়ে আসবে কারন রাজনীতিতে তাদের এগিয়ে আসার মতো প্লাটফর্ম তৈরি হচ্ছে।


আমাদের অনেকদিনের স্বপ্ন সংসদে সরকারি ও বিরোধি দু'দলই মুক্তযুদ্ধ ও স্বাধীনতার পক্ষের শক্তি হবে।
এটাও এখনো পুরন হয়নি তবে সেইদিন মনে হয় খুব বেশী দূরে নয়।

ভিতরে ভিতরে এদেশের মানুষের মননে ও রাজনীতিতে একটা পরিবর্তনের সুবাতাস খুব ধীরলয়ে বয়ে চলেছে।

এদেশে রাজনীতি করতে হলে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার মহান ইতিহাসকে বাদ দিয়ে রাজনীতি করা সম্ভব নয়।
প্রকট ধর্মাশ্রয়ী রাজনৈতিক দলগুলোও এ সত্যটা উপলব্ধি করতে পেরেছে।

আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে অস্বীকার করে তারা আর এখন রাজনীতি করতে পারছে না।
তাই প্রবল অনিচ্ছা সত্ত্বেও তারা আমাদের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাসকে স্বীকার করে নিতে বাধ্য হচ্ছে।
অথচ বছর দশেক আগেও তারা এভাবে চিন্তাই করতে পারতো না!
________

এতদূর পর্যন্ত ধর্য্য নিয়ে যারা পড়েছেন তারা একবার চিন্তা করে দেখুন তো এই পরিবর্তনগুলো আনতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোন মানুষটি ভূমিকা রেখেছেন ?

আমি সেই মানুষটির কথাই বলছি যিনি দেশের প্রয়োজনে কখনো আইরন লেডি আবার কখনো মানবতার প্রয়োজনে সর্বোচ্চ মমতাময়ী।

তিনি আমার প্রিয়নেত্রী জননেত্রী শেখ হাসিনা।

ভরসা রাখুন তাঁর উপর।
পরিবর্তন আসবেই, পরিবর্তন আসবেই আসবে।।

_________________________________

ডা. আতিকুজ্জামান ফিলিপ।
সহ-তথ্য ও গবেষণা সম্পাদক ,স্বাধীনতা চিকিৎসক পরিষদ
যুগ্ম-সাধারণ সম্পাদক, চিকিৎসক পরিষদ, বিএসএমএমইউ।
Doctor ,t Bangabandhu Sheikh Mujib Medical University
Former Secretary General বাংলাদেশ ছাত্রলীগ দিনাজপুর মেডিকেল কলেজ শাখা ,দিনাজপুর।
Studied MBBS. at Dinajpur Medical College, Dinajpur

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়