Ameen Qudir

Published:
2019-01-19 22:11:45 BdST

জরিপ নারী না পুরুষ: কে বেশি মিথ্যা কথা বলে?





ডেস্ক
_______________________

মিথ্যা কথা কে বেশি বলে?

নারী না পুরুষ? তরুণরা নাকি বয়স্করা?

জার্মানি আর ইসরায়েলের গবেষকরা এ নিয়েই এক জরিপ চালিয়েছেন। শত শত মনোবৈজ্ঞানিক পরীক্ষার উপাত্ত ঘেঁটেছেন তারা - যাতে অংশ নিয়েছেন ৪৪ হাজারেরও বেশি নারীপুরুষ।

এসব জরিপের বিষয় ছিল 'অসততা।'

তারা দেখেছেন, সততা-অসততার প্রশ্নটির সাথে বয়েস ও জেন্ডারের সম্পর্ক আছে।

তবে মেয়েরা যে খুব সত্য বলেন , তা কিন্তু নয়।

জরিপে মনস্তাত্বিক পরীক্ষায় দেখা গেছে, ৪২ শতাংশ পুরুষ মিথ্যা বলেছেন।
নারীর সংখ্যা এখানে ৩৮ শতাংশ।
নারীকে নিয়ে যত গুজব গজব থাকুক, জিত এলো পুরুষের ঘরেই।
অন্যদিকে তরুণদের তুলনায় বয়স্করাই বেশি অসত্য বলে। বয়স বাড়লেই মিথ্যা বলার আশঙ্কাও বাড়ছে।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়