Ameen Qudir

Published:
2019-01-15 10:27:29 BdST

নির্মাণএই বাড়িটি তৈরী হচ্ছে জেলা শহরে দেড় কোটি টাকায়: বদলে যাচ্ছে বাংলাদেশ





একটি বর্ণা প্রতিবেদন
_____________________
·

চিকিৎসক পরিবারের অনেকেরই আগ্রহ বাড়ি নির্মাণ নিয়ে। সেই আগ্রহ নিরসনেই এই প্রতিবেদন প্রকাশ। বদলে যাচ্ছে বাংলাদেশ। ছবির এই বাড়িটি এখন তৈরী হচ্ছে একটি জেলা শহরে। ফরিদপুরে।
প্রজেক্ট নাম:- বিহঙ্গ
ঠিকানা:- সদরপুর, ফরিদপুর
আয়তন:- প্রতি ফ্লোরে ২১০০ স্কয়ারফিট
খরচ:- আনুমানিক ১ কোটি ৫০ লক্ষ থেকে ৬০ লক্ষ টাকা

এই বাড়িটি নির্মান করা হবে ফরিদপুরের সদরপুর এলাকাতে। জমিটি একটু গ্রাম্য এলাকায় তাই বাড়ি মালিক এর ডিজাইন নিয়ে টেনশনে ছিলেন। কারন গ্রাম্য এলাকাতে হাইরাইজ করা হয় না এবং হলেও তার ডিজাইন সুন্দর হয় না। কারন সেভাবে ডিজাইন করার জন্য ইঞ্জিনিয়ার গ্রামে যান না এবং ভালো মিস্ত্রি পাওয়া যায় না। তাই তিনি বর্ণা ইঞ্জিনিয়ারিং এর সাথে যোগাযোগ করেন। আমাদের প্রজেক্ট ইঞ্জিনিয়ার সরাসরি ফরিদপুরে সেই অঞ্চলে গিয়ে ভিজিট করে আসেন এবং মেজারমেন্ট সহ যাবতিয় ডিটেইলস নিয়ে আসেন। আমরা সেই হিসেবে ডিজাইন করে দেই। ৫ তালা বিল্ডিংটি ৬ তলা ফাউন্ডেশনে করা হয়েছে। যাতে প্রতিটি ফ্লোরে দুইটি ইউনিট করা হয়েছে। শুধুমাত্র দ্বিতীয়তলাতে একটি ইউনিট করা হয়েছে বাড়ির মালিকের থাকার জন্য। বাড়ির সামনে ছোট একটি উঠোন রাখা হয়েছে যাতে বাচ্চাদের খেলাধুলা, গাড়ি রাখা সহ ছোটখাট প্রোগ্রাম করা যাবে।

 

ভবনটির ডিটেইলস

নিচতলাতে আছে দুইটি ইউনিট। প্রতিটি ইউনিটে আছে
১) ড্রইং রুম
২) ডাইনিং রুম
৩) একটি কিচেন
৪) দুই টি বেড
৫) দুইটি বাথরুম(একটি এটাচ)

দ্বিতীয়তলাতে আছে (বাড়িওয়ালার ফ্লাট)
১) চারটি বেডরুম সাথে চারটি বারান্দা
২) চারটি এটাচ বাথরুম
৩) একটি ড্রইং রুম
৪) একটি ডাইনিং রুম
৫) কিচেন সাথে স্টোররুম, সার্ভেন্ট বেড, সার্ভেন্ট বাথ এবং বারান্দা
৬) একটি ফ্যামিলি লিভিং

তৃতীয় তলা থেকে পঞ্চম তলাতে প্রতিটি ইউনিটে আছে (দুটি করে ইউনিট)
১) তিনটি বেডরুম
২) দুইটি বাথরুম(একটি এটাচ)
৩) একটি ড্রইংরুম
৪) একটি ডাইনিংরুম
৫) কিচেন

ছাদে আছে
১) শুধুমাত্র বাগানের জন্য একটি স্পেস
২) আড্ডা দেয়ার জন্য একটি আলাদা স্থান
৩) একটি রুম
৪) বার-বি-কিউ স্পেস

ডিজাইন টিম
আর্কিটেক্টঃ সাজ্জাদ হোসাইন , মুক্তাদির আলম সোহান
স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারঃ এ এস এফ সিদ্দিকী, আয়শা সিদ্দিকা মুক্তি, আবু তাহের ইমরান
থ্রিডি ডিজাইনারঃ ফজলুল করিম রুবেল

বিদ্র:- এই ভবনে প্রতি ফ্লোরে ২১০০ স্কয়ারফিট করে ৫ টি ফ্লোর এবং ছাদ মিলিয়ে মোট ১০৫০০ স্কয়ারফিট আছে। আমরা কস্টিং এর সময় প্রতি স্কয়ারফিট এ ১৫০০ টাকা খরচ ধরেছি। এতে মোটামুটি এক কোটি ৫০ লক্ষ থেকে ৬০ লক্ষ টাকার মধ্যে কাজ সম্পন্ন হয়ে যাবে। এই খরচে মিডিয়াম ফিনিশিং এ কাজ করা যাবে। আপনি যদি আরো বেশি ভালো মালামাল ব্যবহার করতে চান তবে আরো বেশি খরচ হবে।

পুরো প্রজেক্টটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে অনুগ্রহ করে কল করুন
Engr. Boshor Siddiqe, 01763851107

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়