Ameen Qudir

Published:
2019-01-10 23:16:30 BdST

এপিটাফ২১ বছরে ডাবল গোল্ড মেডালিস্ট ডা.আয়েশা: যেভাবে তাকে হত্যা করেছিল খুনিরা


 

 

ডেস্ক
_______________________

মাত্র ২১ বছর বয়সে কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে দু’টি গোল্ড মেডেল পেয়ে এমবিবিএস পাস করেন মেধাবী চিকিৎসক আয়েশা বেদোরা চৌধুরী ডোরা। দেশসচেতন ডাঃ আয়েশা মনে-প্ৰাণে এবং কাজেও মুক্তিযুদ্ধকে সমর্থন করেছিলেন। একাত্তরের বিভীষিকাময় দিনগুলোতে তিনি তার মহৎ পেশাকে মুক্তিযোদ্ধাদের চিকিৎসায় নিবেদন করেছিলেন। এছাড়াও তাদেরকে আশ্রয়, সেবা ও প্রয়োজনীয় জিনিসের যোগান দিতে থাকলেন তিনি। এক সাগর রক্ত ঝরার পর ১৬ ডিসেম্বর যখন পাক আর্মি একদম পরাস্ত হলো, আনন্দে আত্মহারা হয়ে উঠলেন ডাঃ আয়েশা। বাঙালি হিসেবে মাথা উঁচু করে হানাদার পাকিস্তানি বাহিনীর মাথা হেঁট করা আত্মসমর্পণ দেখবেন তিনি- এই উদ্দেশ্য নিয়ে তিনি গাড়িতে করে রওনা দিলেন। কে জানতো, এটাই হবে তাঁর শেষ যাত্রা? ধানমণ্ডির যে বাড়িতে বঙ্গবন্ধুর পরিবার গৃহবন্দী ছিলেন, তার ঠিক সামনে আসার পরপরই দখলদার পাকিস্তানি সেনারা তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ ডাঃ আয়েশা সেখানেই ঢলে পড়েন মৃত্যুর কোলে। ডা. আয়েশার লাশ তাঁর এক আত্মীয়ের বাড়িতে নিয়ে আসা হয়। পরের দিন ১৭ ডিসেম্বর তাঁর লাশ গোসল করান কবি সুফিয়া কামাল। আজিমপুর কবরস্থানে পরে তাকে কবর দেয়া হয়। শোনা যায়, ১৬ ডিসেম্বর পাক সেনারা আত্মসমর্পণ করতে যাওয়ার পথে গুলিবিদ্ধ করে অসংখ্য মানুষকে।

জাতির মেধাবী সন্তানদের হত্যা করে ওরা ভেবেছিলো স্বাধীন বাংলাদেশের অগ্রযাত্রা থেমে যাবে। কিন্তু না, দেশপ্রেমিক ডাঃ আয়েশার মতো শহীদ বুদ্ধিজীবীদের দেখানো আদর্শের পথ ধরে এগিয়ে যাচ্ছি আমরা আজও, গড়ে তুলছি আমাদের সোনার বাংলা।
আমাদের শ্রদ্ধা, একাত্তরে শহীদ সকল বুদ্ধিজীবীর প্রতি।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়