Ameen Qudir

Published:
2018-12-12 06:13:03 BdST

বিএপি নির্বাচনে ডা.মোহিত, ঝুনু শামসুন নাহার ও আজিজের বিজয়ে পূর্ণ হল ওয়াজিউল-সুমন প্যানেল


এক অনুষ্ঠানে বিএপির সহসভাপতি পদে সদ্য ভোটে বিজয়ী অধ্যাপক ডা. ঝুনু শামসুন নাহার ও অধ্যাপক ডা. মোহিত কামাল ; সঙ্গে পূর্বাহ্নে বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত সদস্য সহযোগী অধ্যাপক ডা. সুলতানা এলগিন।

 



ডেস্ক
________________________

 

বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস- বিএপি -র সবগুলো পদে নিরঙ্কুশ
বিজয়ী হয়েছে ডা.ওয়াজিউল-সুমন প্যানেল। ১১ ডিসেম্বর যে দুটি বিভাগে ভোট হল , সেখানেও জয় পেয়েছে তারা। এর আগে অন্য পদগুলোতে বিনা প্রতিদ্বন্ধীতায় এই প্যানেল জয় পায়। ১১ ডিসেম্বর সহসভাপতি পদে সর্বোচ্চ সংখ্যক ভোট পান বাংলাদেশের জনপ্রিয়তম লেখক , প্রথিতযশ মনোরোগবিদ অধ্যাপক ডা. মোহিত কামাল। এ ছাড়াও বিপুল ভোট সংগ্রহে সহসভাপতি হয়েছেন বাংলাদেশের অগ্রনী মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ঝুনু শামসুন নাহার ও অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার মো. আজিজুল ইসলাম । ভোটে অর্গানাইজিং সেক্রেটারি পদে ওয়াজিউল-সুমন প্যানেল থেকে ডা. নিয়াজ মো. খান জয় পান ।

সহসভাপতি অধ্যাপক ডা. মোহিত কামাল


বিজয়ী পূর্ণ তালিকা হল,

সভাপতি : অধ্যাপক ডা. ওয়াজিউল আলম চৌধুরী।
সহসভাপতি অধ্যাপক ডা. মোহিত কামাল, অধ্যাপক ডা. ঝুনু শামসুন নাহার ও অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার মো. আজিজুল ইসলাম ।
সাধারণ সম্পাদক হয়েছেন ডা. তারিক সুমন।

 

সহসভাপতি অধ্যাপক ডা. ঝুনু শামসুন নাহার

 


, যুগ্ম সম্পাদক ডা. রমেন্দ্র কুমার সিনহা, ডা. জিল্লুর রহমান খান রতন।

কোষাধ্যক্ষ ডা. অভ্র দাশ ভৌমিক, বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডা. মেখলা সরকার, অর্গানাইজিং সেক্রেটারি :ডা. নিয়াজ মো. খান ; সমাজকল্যান সম্পাদক ডা. সুস্মিতা রায়, আন্তর্জাতিক সম্পাদক ডা. সিফাত ই সাইদ, অফিস সম্পাদক ডা. একেএম খালেকুজ্জামান।

 

সহসভাপতি অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার মো. আজিজুল ইসলাম

অর্গানাইজিং সেক্রেটারি :ডা. নিয়াজ মো. খান

 


সদস্য নির্বাচিত হয়েছেন, অধ্যাপক ডা. মো. গোলাম রব্বানী, অধ্যাপক ডা. এমএস আই মল্লিক, অধ্যাপক ডা. গোপাল শঙ্কর দাস, অধ্যাপক ডা.ফারুক আলম, অধ্যাপক ডা.খসরু পারভেজ,
অধ্যাপক ডা.আবদুল্লা আল মামুন হোসেন, অধ্যাপক ডা.সালাউদ্দিন কাউসার বিপ্লব, অধ্যাপক ডা.তন্ময় প্রকাশ বিশ্বাস, সহযোগী অধ্যাপক ডা. সুলতানা আলগিন, ডা. দীপেন্দ্র নারায়ন দাস, সহযোগী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমেদ, ডা. নুরুননাহার চৌধুরী।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়