Ameen Qudir

Published:
2018-10-14 23:03:50 BdST

বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস-এ র সৌজন্যে মানসিক স্বাস্থ্যসেবায় বাংলাদেশে সাইকিয়াট্রিস্ট মাত্র ২৩০ জন


 

 

ডা. জিল্লুর রহমান খান
__________________________

জনসংখ্যার এক-তৃতীয়াংশ তরুণ, যারা সমাজের কর্মক্ষম ও চালিকাশক্তি। বিশ্বের প্রতি পাঁচজনে একজন বা ২০ শতাংশ তরুণ মানসিক রোগে আক্রান্ত। কিন্তু ভ্রান্ত ধারণা, নেতিবাচক দৃষ্টিভঙ্গিতে কুসংস্কার ও ঝাড়ফুঁকে বিশ্বাস করে মানুষ। বিষণ্নতা, উদ্বেগ, মাদকাসক্তি, আত্মহত্যার চেষ্টা, অতি চঞ্চলতা, বুলিং, সাইবার ক্রাইম, গ্যাং কালচার, অবাধ্যতা, দেশীয় সংস্কৃতির বিরুদ্ধাচরণ, ইন্টারনেট ও ফেসবুক আসক্তি, সম্পর্কজনিত ও মানিয়ে চলার বিষয়ে মানসিক সমস্যা থেকে এ রোগের সৃষ্টি। প্রাপ্তবয়স্ক ১৬.১ শতাংশ আর শিশু-কিশোর ১৮.৪ শতাংশ মানসিক রোগে আক্রান্ত; কিন্তু মানসিক স্বাস্থ্যসেবায় কর্মরত সাইকিয়াট্রিস্ট মাত্র ২৩০ জন। ৩১টি সরকারি মেডিক্যাল ও বেসরকারি আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজে মানসিক রোগের চিকিৎসা পাওয়া যায়, কিন্তু অপ্রতুল। চিকিৎসার আওতায় আনতে জনসচেতনতা বৃদ্ধি এবং তরুণদের সময়মতো চিকিৎসা গ্রহণে উদ্বুদ্ধ করতে হবে। সংবাদপত্রের ইতিবাচক ভূমিকা বাড়াতে হবে। তরুণদেরও সচেতন ও উদ্বুদ্ধ, মানসিক রোগীকে প্রাথমিক স্বাস্থ্যসেবা কর্মসূচিতে অন্তর্ভুক্তকরণ, পর্যাপ্ত জনবল নিয়োগ ও পদ সৃষ্টি এবং পর্যাপ্ত বাজেট বরাদ্দের দাবি জানানো হয় প্রবন্ধে।

দ্র: বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস-এ র সৌজন্যে এই লেখা প্রকাশ হল। ইনসেপটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস ও চ্যানেল আইয়ের যৌথ আয়োজনে গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয় সম্প্রতি । সেখানে এ বক্তব্য রাখেন

ডা. জিল্লুর রহমান খান । সুবক্তা। প্রথিত যশ মনোরোগ বিশেষজ্ঞ।

সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়