Ameen Qudir

Published:
2018-09-09 18:34:36 BdST

কোন না কোন কারণে মনে কষ্ট হলেই অনেকে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে


কাকদ্বীপে আত্মহত্যা নিরোধ সেমিনারে স্কুল শিক্ষার্থীদের সঙ্গে লেখক সবার ডানে

 

 

সোনালী চট্টোপাধ্যায়
____________________________

আত্মহত্যার ঘটনা দিনকে দিন বাড়ছে ৷ যে কারনে মানুষগুলো আত্মহননের পথ বেছে নিচ্ছে অনেক ক্ষেত্রেই তা আমাদের কাছে তুচ্ছ মনে হয়৷ কিন্তু আসল কারন আরো গভীর ৷ সমাজের সর্ব স্তরের মানুষকে সচেতন হতে হবে ৷ বিশেষ করে বুঝতে হবে ছোট বাচ্চারা বড়দের ব্যবহার দেখে শিখছে এবং কোন না কোন কারনে মনে কষ্ট হলেই তারা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে ৷ কারো কারো কে বাঁচানো যাচ্ছে কিন্তু অনেককেই বাঁচানো যাচ্ছে না ৷ আমি দক্ষিন ২৪ পরগণা জেলায় সর্বস্তরে কাজ করি - আমি দেখছি - কত ছোট ছোট বাচ্ছারা এই কাজ কি সহজেই করে ফেলছে ৷

উপকরণ ও সহজলভ্য - চাষের কাজে ব্যবহার করা পোকা মারার বিষ প্রায় সকলের বাড়িতেই মজুত ৷ ১০ ই সেপ্টেম্বর বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস ৷ ( World Suicide Prevention Day) এই উপলক্ষ্যে আমরা মানে জেলা মানসিক স্বাস্থ্য কর্মসূচী, দক্ষিণ ২৪ পরগণা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছি ৷ প্রথম অনুষ্ঠান করলাম গতকাল কাকদ্বীপ হাসপাতালে স্কুল পড়ুয়াদের নিয়ে অন্বেষা ক্লিনিকের সহযোগিতায় ৷ এই বাচ্চারা কোন না কোন কারনে অন্বেষা ক্লিনিকে তাদের সমস্যা নিয়ে আসে ৷ কাকদ্বীপ, সাগর, ও পাথর প্রতিমা ব্লক থেকে আসা ৫০ জন বাচ্ছাদের নিয়ে একটা অনুষ্ঠান করলাম ৷ আলোচনা করলাম লেখাপড়ার প্রয়োজনীয়তা, পরীক্ষার যথার্থ মানে, মনের কষ্ট কিভাবে তৈরি হয়, কিভাবে চিন্তার পরিবর্তন করলে মনের কষ্টকে কমাতে পারবো, বিকল্প চিন্তা কিভাবে তৈরি করবো ও সমস্যার সমাধান করবো, কিভাবে নিজের প্রতি, পরিবারের প্রতি ও দেশের প্রতি দায়িত্ববান হতে পারি, সম্পর্কের গুরুত্ব কোথায় এবং কিভাবে সুস্থ বন্ধুত্ব বজায় রাখতে পারি ইত্যাদি ৷ সঙ্গে ছিলেন কাকদ্বীপ, হরেন্দ্রনগর, সাগর ও পাথরপ্রতিমা ব্লকের অন্বেষা কাউন্সেলার শম্পা, মৌমিতা, মিতালী ও মিঠু ৷ এর সঙ্গে পাথর প্রতিমা থেকে আসা ছাত্র ছাত্রীরা খুব সুন্দর ভাবে অভিনয় করে দেখালো নাবালিকা মেয়ের বিয়ে দিলে কি কি বিপদ আসতে পারে ৷
____________________________________

 

লেখক সোনালী চট্টোপাধ্যায়।
Works at Consultant Clinical Psychologist
Worked at Central Institute of Psychiatry
Studied at Central Institute of Psychiatry, Ranchi
Studied at University of Calcutta

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়