Ameen Qudir

Published:
2018-09-04 18:12:31 BdST

ধনী রোগী , গরীব রোগী : " আমি ডাক্তারের কাছে ভাল চিকিৎসার জন্য এসেছি,দয়া পেতে নয়"


 


ডা. জোবায়ের আহমেদ
___________________________________

চিত্র ১:
কাউন্টার এ একজন ভদ্র মহিলার চেঁচামেচি শুনে বেল বাজিয়ে রিসিপশনিস্ট কে ডাক দিলাম।
সে জানালো ভদ্র মহিলা আমাকে দেখাতে এসেছেন কিন্ত তিনি নাকি এতিম তাই পুরো ভিজিট দিতে পারবেন না।।উনি ১০০ টাকা দিতে চাচ্ছেন।আমার ভিজিট ৩০০ টাকা।
ডাক্তার সাব গরীব এতিম দের সাহায্য করবেন।।
এটা নিয়ে তর্ক।
আমি বল্লাম পাঠিয়ে দাও।।

ভদ্র মহিলা কে চেক আপ করে প্রেস্ক্রিপশন দেওয়ার পর জিজ্ঞেস করলাম, চাচী আপনার ছেলে পুলে নেই।
এরা কি করে? কাম কাজ করে না?
মহিলার উত্তর শুনে আমি ১০ মিনিট থ বনে ছিলাম।
চাচী র তিন ছেলে এক মেয়ে।
বড় ছেলে স্ব পরিবারে আমেরিকা থাকে, দুই ছেলে লন্ডন এ থাকে, এরা এখনো বিয়ে করেনি।
মেয়ে কে বিয়ে দিয়েছেন, সুইডেন এ থাকে জামাই এর সাথে।।।
চাচী র চাচা সৌদি আরব এ থাকেন ৩৫ বছর।।।
চাচীর মা বাপ মারা গেছেন ১৫ বছর হইছে।
তাই তিনি এতিম।।
তিনি একজন ডাক্তার এর ৩০০ টাকা ভিজিট দিতে পারবেন না।
এতিম কে ডাক্তার সাবের মায়া করা উচিত।।

চিত্র ২:

সুরমা নদী পাড়ি দিয়ে একজন বৃদ্ধ মা তার ৩০ বছর এর ডিভোর্সি মেয়েকে নিয়ে আমার কাছে আসিলেন।
৩০০ টাকা ভিজিট দেওয়ার পর উনাকে যেই টিকেট টা দেওয়া হইছে সেটা আমাকে দিলেন।
আমি বল্লাম বসেন মা,কে রোগী।
বল্ল আমার মেয়ে।
পিছনে আমার ম্যানেজার দাঁড়িয়ে।।
সে আমার টেবিলে অনেক গুলো কয়েন রাখলো।
আমি বল্লাম কি এগুলো।?
ম্যানেজার বল্ল, উনি দিয়েছেন আপনার ভিজিট।

আমি ওকে বলে আগে রুগী দেখলাম।
প্রেস্ক্রিপশন রুগী কে বুঝিয়ে দিয়ে বৃদ্ধ মা কে জিজ্ঞেস করলাম আপনার মেয়ের জামাই কই?
বলিল, দুই বাচ্চা রেখে চলে গেছে।
অন্য খানে গিয়ে আরেক টা বিয়ে করছে।
বউ বাচ্চার খবর নেয় না।
উনার কোন ছেলে নেই।
এই বৃদ্ধ বয়সে চাউল ( ভিক্ষা) করে মেয়ে ও নাতী নাত্নী পালছেন।।
আমি বল্লাম,কাউন্টারে বল নাই কেন তুমি গরীব??
তাইলে ত ভিজিট মাফ দিত।

জবাব টা আমার আজীবন স্মরণ থাকবে।
বৃদ্ধ মা জবাব দিলেন " আমি ডাক্তার এর কাছে ভাল চিকিৎসা এর জন্য এসেছি,দয়া পেতে নয়।ভিজিট না দিলে ডাক্তার সাব মনযোগ দিয়ে রুগী দেখবেন না, দয়া করে দায়সারা ভাবে মেডিসিন লিখে দিবেন।
দয়া আমি দ্বারে দ্বারে খুঁজিব কিন্ত ডাক্তার এর কাছে ভিজিট দিয়ে সু চিকিৎসা চাই।দয়া নয়।"

আমি ভিজিট ফেরত দিয়েছি।
পুরো প্রেস্ক্রিপশন এর মেডিসিন টা কিনে দিয়েছি।।।

কে ধনী আর কে গরীব??
আমাদের সমাজে এমন ব্যক্তিত্ববান গরীব, অসহায় মানুষ আছেন।
এদের হাতেই আমার আপনার দয়া /মায়া টা দেওয়া উচিত।।
_____________________________


ডা. জোবায়ের আহমেদ ।সুলেখক। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ৪২ ব্যাচ।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়