Ameen Qudir

Published:
2018-08-14 16:52:58 BdST

ফেসবুকীয় মেডিসিন, ফরেন্সিক এক্সপার্ট, সার্জারির ডাক্তারদের ছড়াছড়ি


 


স্বাতী সামন্ত
________________________


কিছুদিন আগেই পেপার এ একটা খবর দেখলাম, পশ্চিমবঙ্গে নাকি ডাক্তার পাওয়া যাচ্ছে না।সেই কারণে বিজ্ঞাপন দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

কিন্তু এই বঙ্গে তো ডাক্তারের ছড়াছড়ি। দিনকাল যা পড়ছে এভাবে চলতে থাকলে এক দিনের বাচ্চাও একজন স্পেশালিস্ট কে ডাক্তারি শিখিয়ে দিতে পারে অনায়াসে। এতদিন ফেসবুকীয় মেডিসিন, সার্জারির ডাক্তারবাবুদের ছড়াছড়ি ছিল, কয়েক দিন আগে দেখলাম ফেসবুকে কত ফরেন্সিক মেডিসিনের এক্সপার্ট। অবশ্য এরা পাঁচ বছরের এম বি বি এস না পড়েই এই যোগ্যতা অর্জন করেছেন। আমরা তো সেখানে নিতান্তই শিশু। এদের কাছে সবকিছু সামান্য। সামান্য পেটব্যথা, সামান্য মাথাব্যথা, সামান্য জ্বর, সামান্য হার্ট অ্যাটাক। কেন যে এতো সামান্য জিনিসের জন্য পেশেন্টকে হাসপাতালে ভর্তি করে সেটা আজ ও বোঝা গেল না।অল্পবিদ্যা ভয়ঙ্কর জ্বলন্ত উদাহরণ।

যে হারে পশ্চিমবঙ্গের সব ডিগ্রি কলেজ থেকে এত ডাক্তার বেরোচ্ছে সেসব দেখে মনে হচ্ছে মেডিক্যাল কলেজ গুলো তুলে দেওয়াই ভালো।
আর নেগলিজেন্স প্রমাণের জন্য আইন, আদালত, কমিশন সব তুলে দিলেই হয়। ফেসবুকে তো বিচারকের অভাব নেই, তারাই না হয় বিচার করুক।

কেউ ইন্জিনিয়ার, সঙ্গে ডাক্তার আর আইনও পড়েছেন! এত প্রতিভা ভাবা যায় না।
মেডিসিনের বইয়ের নতুন সংস্করণে রিস্ক ফ্যাক্টরে অ্যালকোহল আর স্মোকিং তুলে দিতে হবে। কারণ এগুলো অমৃত (জেনারেল কলেজের ডাক্তারবাবুদের মতামত)।এদের কারোর মুখে একবারও শোনা গেল না যে মদের দোকান তুলে দেওয়া উচিত। উল্টে মদ খাওয়াকে জাস্টিফাই করছে। ধন্য এরা।
____________________________

স্বাতী সামন্ত। সুলেখক।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়