Ameen Qudir

Published:
2018-06-15 20:48:54 BdST

আমরা ডাক্তাররাও প্রধানমন্ত্রী স্বাক্ষরিত ঈদ শুভেচ্ছা পেতে চাই


 

ডা. কামরুল হাসান সোহেল
_____________________________

প্রধানমন্ত্রী স্বাক্ষরিত ঈদ শুভেচ্ছা শুধু প্রশাসন ক্যাডারের কর্মকর্তারাই পাবেন? আমরা যারা স্বাস্থ্য ক্যাডারে আছি, যারা একই গ্রেডে চাকরিরত আছি আমরা কি পাবো প্রধানমন্ত্রী স্বাক্ষরিত ঈদ শুভেচ্ছা?

এইজন্যই ডাক্তার, ইঞ্জিনিয়াররা নিজ নিজ পেশা ছেড়ে প্রশাসন, পররাষ্ট্র ক্যাডারে চলে যাচ্ছে। আমাদের দেশ শুধু আমলাদেরই গুরুত্ব দেয়, এই দেশ বড় বেশি আমলা নির্ভর।

আমলা হলে অর্থকড়ি, সম্মান, প্রভাব-প্রতিপত্তি, বাবুর্চির বেতন, গাড়ির ড্রাইভারের বেতন, গাড়ী, গাড়ির তেল খরচ, এন্ড্রয়েড মোবাইল ফোন কেনার টাকা, মোবাইলের বিল সবই পাওয়া হবে সাথে পাওয়া যাবে সরকার প্রধানের ঈদ শুভেচ্ছা। তাই সবাই আমলা হতে চায়।
মাননীয় প্রধানমন্ত্রী র কাছে ডাক্তার ক্যাডারের সদস্যদের আকুল আবেদন যে, অন্য ক্যাডারের সদস্যদের যে বিধি মেনে সরকার প্রধানের ঈদ শুভেচ্ছা পাঠানো হয়; সেই বিধি মেনে ডাক্তারদের কাছেও শুভেচ্ছা পাঠানো হোক। এটা সম্মানজনক বিষয়। স্বাস্থ্য ক্যাডার ও সাধারণ ডাক্তার সমাজ এই সম্মান থেকে বঞ্চিত হবে কেন !
___________________________

 

লেখক :ডা. কামরুল হাসান সোহেল

আজীবন সদস্য, স্বাধীনতা চিকিৎসক পরিষদ , কুমিল্লা জেলা।
কার্যকরী সদস্য, স্বাধীনতা চিকিৎসক পরিষদ
আজীবন সদস্য,বিএমএ কুমিল্লা।
সেন্ট্রাল কাউন্সিলর, বিএমএ কুমিল্লা

 

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়