Ameen Qudir

Published:
2018-05-23 01:28:15 BdST

মহাখালীয় আইফোনের স্বপ্নেবিভোর একজন


·


ডা. মিথিলা ফেরদৌস
___________________________


একবার এক কাজে একজন সচিব মহোদয়ের নিকট যেতে হয়েছিলো।আমার সাথে আরও দর্শনার্থী ছিলো।উনার টেবিলে উনার সামনে তিনটা মোবাইল,তিনটাই আইফোন।একেকবার একেকটাতে কথা বলছিলেন উনি।

৭৫ হাজার টাকায় এখন কোন দামী ফোন পাওয়া যায় কি?মার্কেটে এখন আইফোন এইটের নীচে সব আইফোন উঠিয়ে ফেলেছে।এইট,এইট প্লাস,টেন সব লাখের উপরে।৭৫ হাজার টাকায় বেচারারা কি ফোন কিনবে তাহলে?উনাদের চাহিদা এত কম কেনো?আজব।উনারা হয়তো আদৌ মোবাইল নিজে কেনেন না তাই আসল দামটা হয়তো জানেননা।

গয়নাগাটির প্রতি বরাবরই আমার লোভ কম।সব লোভ মোবাইলের প্রতি।মার্কেটে গেলে, শুধু মোবাইলের দোকানের দিকে চলে যাই।জামাই হাত ধইরা টাইনা রাস্তা দেখায়,আবার মোবাইলের দোকান দেখলেই চোখ চক চক করে।

সম্প্রতি মহাখালীতে নকল আইফোন তৈরি হইতেছে শুনে আমি আবার পুলকিত হই।জানিনা ওইসব কই পাওয়া যাইতেছে?আইফোনের আধা খাওয়া আপেলের লোগো থাকলেই হইছে।খুব শখ আছে,আয়নার সামনে আইফোন নিয়া একখান পিক আপলোড দিয়া জানান দেয়ার,আমার একখান আইফুন আছে।আসলি হোক আর নকলি হোক কে দেখতে যাইতেছে?

তবে যারা আইফোনের রেপ্লিকা বানানোর মত মহান পেশায় হাত দিয়েছেন,তাদের কাছে অনুরোধ থাকবে,আইফোনের কিছু লিমিটেশন আছে,সেইসব আপডেট কইরা (আইফোন কিনেও সেই জন্যে একবার ব্যবহার করতে অসুবিধা হইছিল),সেইসব ভুলভ্রান্তি দূর কইরা আসলের চেয়েও ভাল কিছু বানান।আইফোনের কন্ট্যাক্টটা যেনো আমরা নিতে পারি।তাহলে কম খরচে আমরাই যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশে যদি দিতে পারি,তাহলে চীনের বাজার ফল করবে।কারণ আমাদের শ্রমবাজার সস্তা।কম খরচে মোটামুটি ভাল জিনিস কেবলমাত্র আমরাই দিতে পারি।

আইফোনকে যুক্তরাষ্ট্র এর বলা হলেও এইটা মুলত চীনেই শুধুমাত্র যুক্তরাষ্ট্রের জন্যেই তৈরি হয়।সেখান থেকেই চড়া দামে ওয়ার্ল্ড বাজার দখল করে আছে আইফোন।

এ 'না হোক,বি বা সি ক্যাটাগরির আইফোন যদি আমরা বিভিন্ন দেশে কম খরচে দিতে পারি সমস্যা কি?

এইটা নিছক একটা স্বপ্ন দেখা,আদৌ মহাখালিতে এমন কিছু হচ্ছে কিনা তাও কনফার্ম নই।তবে যদি হয়ই,দেশের বাইরে না হোক,দেশের ভিতরে আমরা যারা দেশের মানুষ হয়েও ৭৫ হাজার টাকা পাবোনা,নিজের সামর্থের মধ্যে,নিজেদের কষ্টের টাকায় দেশীয় আইফোন কিনতে চাই।

ডা. মিথিলা ফেরদৌস, সুলেখক।

 

 

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়