Ameen Qudir

Published:
2018-03-16 15:29:50 BdST

নারী দেশ চালালে,নারী বিমান চালালে,নারী আত্মত্যাগ করলেও তেঁতুলবাজদের নোংরামি


 

ডা. শিরীন সাবিহা তন্বী
_____________________________

প্রথম যেদিন সাইকেল চালানো শিখতে গেলাম,ধপাস পরে হাত পায়ের ছাল তুলে সাইকেল চালানো শেখায় ইস্তেফা দিলাম।

যে সাহসী,দুর্বার নারী পৃথুলা রশিদ কেবল পাইলট হবেন,আকাশে প্লেন উড়াবেন বলে সাহস করেছেন সে নিঃসন্দেহে আমার তুলনায় অনেক বড় স্বপ্নবাজ!আমার তুলনায় অনেক বেশী আত্মবিশ্বাসী।

যে বদগুলো পৃথিবী নামক সবুজ সুন্দর গ্রহে ইবলিশ কোটায় জন্ম নিছে,তারাই কেবল "নারী কোটায় পাইলট" নামক নোংরামো করে।

বাংলাদেশের বর্তমান সময়ে কিছু ভাদ্রা কুকুর সম তেতুল বংশধর আছে।তারা নারীদের কেবল ধর্ষিত হতে দেখলে ঠিক কাজটি হয়েছে বলে মনে করে।নারী দেশ চালালে,নারী প্রতিষ্ঠান চালালে,নারী রেলগাড়ী চালালে তাদের নানাবিধ চুলকানি হয়।

জীবনে মল ত্যাগ আর শুক্রানু ত্যাগ ছাড়া যারা কিছুই ত্যাগ করেনি তারা কি করে আত্মত্যাগের মর্ম বুঝবে?
পাইলট পৃথুলা নিজের জীবন কে ত্যাগ করে তার বিমানের দশ জন যাত্রীকে বাঁচিয়েছে।একজন পাইলটের কাছে যাত্রীই বড়।কোন দেশের যাত্রী বড় কথা না।তিনি ডটার অব বাংলাদেশ নামে নেপালে পরিচিতি পেয়েছেন।মৃত্যুর অমোঘতাকে জয় করেছেন।

জুকারবার্গ তো মৃত্যুঞ্জয়ী এই নারীর অবমাননাকারীদের কিছু করতে পারবে না।আমরা এই লিঙ্গসর্বস্ব চেতনাধারীদের থেকে দেশটাকে বাঁচাই।
আর পাইলট পৃথুলা রশিদের এই সাহসিকতাকে গর্বভরে স্মরন করি।
_____________________

ডা. শিরীন সাবিহা তন্বী ; সুলেখক। বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়