Ameen Qudir

Published:
2018-03-15 16:46:27 BdST

' বাংলাদেশে জন্মানো এবং বাংলাদেশের জন্য প্রাণ দিয়ে শহীদ হওয়া কি পৃথুলার অপরাধ !'



ডা. তাহিয়া শারমিন স্বর্ণা
___________________________
ভারতের নীরজা ভানৌত
একজন বিমান বালা।

আতঙ্কবাদী জঙ্গীদের দ্বারা বিমানটি জিম্মি হবার পর নিজের বুদ্ধিমত্তা ও সাহসিকতা দিয়ে অনেক যাত্রীর জীবন বাঁচিয়েছিলেন।শেষে নিজের জীবনটাই ত্যাগ দিয়েছিলেন ওই ফ্লাইটের যাত্রীদের বাঁচাতে।
ভারত সরকার তাঁকে মরণোত্তর অশোক চক্র দিয়ে পুরষ্কৃত করে।
পাকিস্তান সরকার দেয় তমঘা ই পাকিস্তান খেতাব।
আরো দেশি বিদেশি বহু সম্মাননায় তিনি সম্মানিত ।
ভাবছেন এতোসব জানলাম কিভাবে??

জ্বী,আমি ভারতীয় নই।
পাকিস্তানি ও নই।
বলিউডের একটা ফিল্ম দেখে আমি এসব জেনেছি যে ফিল্মটি নীরজা ভানৌতের কাহিনী নিয়ে বানানো!

আচ্ছা বাদ দিন এসব।

পৃথুলা রশিদের কথা বলি।
সাহসিকতা ও আত্মত্যাগ দিয়ে দশজন যাত্রীর প্রাণ তিনি বাঁচিয়েছেন বিনিময়ে পেয়েছেন মৃত্যুর আলিঙ্গন!
এ দেশে তাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ হবে কি না,তিনি কোনো এওয়ার্ড পাবেন কি না তা জানা নেই।
তবে তিনি এ দেশে জন্মে কতগুলি গালি পেয়েছেন ।
নামের আগে তকমা লেগে গেছে -নারী পাইলট!
"নারী ফারী " দিয়ে আর যে দেশে যা ই হোক না কেন, এ দেশে নারী হল সকল ধরনের ভরাডুবির কারণ!

পৃথুলার অপরাধ নারী হয়ে জন্মানো নয়।
পৃথুলার অপরাধ বাংলাদেশে জন্মানো এবং বাংলাদেশের জন্য প্রাণ দিয়ে শহীদ হওয়া ।

আর কোনো পৃথুলা দেশের জন্য কিচ্ছু করবেন না।
সম্ভব হলে সকল পৃথুলা এ দেশ ছেড়ে চলে যান,প্লিজ!
_______________________

ডা. তাহিয়া শারমিন স্বর্ণা । সুলেখক।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়