Ameen Qudir

Published:
2018-03-12 17:54:38 BdST

ধর্ষণ করেছে এক থেরাপিস্ট : মিডিয়া অপকর্মের দায় চাপাল ডাক্তারদের ওপর




ডা. শামীম আহসান
________________________

রাজধানীর মালিবাগে এক থেরাপিস্টের কাছে এক প্রতিবন্ধী রোগী দু:খজনকভাবে ধর্ষিত হওয়ার ঘটনায় মিডিয়া ঠিকই মানহানি ঘটিয়েছে ডাক্তার চিকিৎসক সমাজের । এভাবেই স্বাস্থ্যসহকারী, কর্মী এমন কি ভুয়া ডাক্তারদের ঘটনাকেও ডাক্তারদের ওপর চাপিয়ে প্রতিদিন দেশের ডাক্তার সমাজের ইমেজ তলানিতে নিয়ে যাওয়া হচ্ছে। সাধারণ মানুষকে ডাক্তারদের বিরুদ্ধে খেপিয়ে রোগীদের দিল্লি, সিঙ্গাপুর , চেন্নাই মালয়েশিয়া পাঠানো র বন্দোবস্ত করছেন অসচেতন মিডিয়াকর্মীরা। এব্যাপারে আমরা নিয়মিত দৃষ্টি আকর্ষণ করলেও বিষয়টি বেড়েই চলেছে। কবিরাজ, ওঝা, স্বাস্থ্য সহকারী , স্বাস্থ্যকর্মী, ভুয়া ডাক্তার সেজে নানা অঘটন ঘটালে মিডিয়া সেসব আজান দিয়ে ডাক্তারদের কাজ বলে প্রোপাগান্ডা চালায়। রোগীরাও আতঙ্কিত হয়ে কলকাতা চেন্নাই পাড়ি জমায়।

কালের কন্ঠ , প্রথম আলো সহ শীর্ষ মিডিয়া এসব ভুল করেই চলেছে। সম্প্রতি মালিবাগে এক থেরাপিস্ট কর্তৃক কর্তৃক রোগীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই রোগীর শারীরিক প্রতিবন্ধিতা রয়েছে। থেরাপি নিতে গিয়ে ধর্ষণের শিকার হন তিনি। তরুণীর বাবা বাদী হয়ে রমনা থানায় মামলা করেন।

রাজধানীর মালিবাগের 'একটি পেইন ও ফিজিও থেরাপি সেন্টার'-এ থেরাপি নিতে যান ওই তরুণী। তার বয়স ১৭ বছর। আর সেখা নে মিডিয়া কথিত ডাক্তার ( প্রকৃত প্রস্তাবে থেরাপিকর্মী )তরুণীকে ধর্ষণ করেন। তরুণীর বাবা বাদী হয়ে রমনা থানায় ঘটনার রাতেই মামলা করেন, মামলা নং ২৭।

মিডিয়ায় সবিস্তারে এ ঘটনা এসেছে। মিডিয়াগুলো ঠিকই ধর্ষণের দায় ডাক্তার সমাজের ওপর চাপিয়েছে।
আমরা ডাক্তাররা যেই অপরাধ করুক , তার দৃষ্টান্তযোগ্য শাস্তি চাই। একই সঙ্গে অন্য কোন পেশার লোকজনের অপকর্মের দায় ডাক্তারদের ওপর না চাপানোর অনুরোধ করি। কেননা, তাতে দেশের ডাক্তারদের ইমেজ ক্ষতিগ্রস্ত হয় না। ক্ষতিগ্রস্ত হয় দেশও।
____________________
ডা. শামীম আহসান , কুমিল্লা।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়