Ameen Qudir

Published:
2018-02-22 15:54:56 BdST

ঘণ্টায় দু’টাকা দরে অ্যাপ সাইকেল ভাড়া নিচ্ছেন তরুণ-তরুণীরা


 


ডা. রাইসুল ইসলাম সোহাগ
_________________________

অবিশ্বাস্য হলেও সত্য। দু চাকার সাইকেল ঘটিয়েছে বিপ্লব। অ্যাপ নির্ভর সাইকেল! ঘণ্টায় দু’টাকা দরে ভাড়া নিচ্ছেন তরুণ-তরুণীরা । কলকাতায় দেখে এলাম এই দৃশ্য।ঢাকার পর বাংলাভাষার সবচেয়ে বড় শহরে এমন অভিনব কান্ড দেখে বিস্মিত।
কলকাতা সম্ভব করল; পাশেই থেকে ঢাকায় কেন পারছি না।
আমরা ধুলাবালি দূষণ যানজট নিয়ে কতকাল পড়ে থাকব।

 

কলকাতা শহরের বিভিন্ন জায়গায় চোখে পড়ছে অ্যাপ নির্ভর সাইকেল! মাত্র সাড়ে তিনমাসের মধ্যে তরুণ-তরুণীদের মধ্যে জনপ্রিয় হয়েছে এই সস্তা বাহন। পোশাকি নাম ‘স্মার্ট সাইকেল’।

পাঁচ বছর আগে বেঙ্গালুরুতে ‘সেল্‌ফ ড্রাইভ কারে’র অ্যাপ নির্ভর পরিষেবা শুরু করে একটি স্টার্টআপ সংস্থা। ওই সংস্থা এখন পুরোদস্তুর ব্যবসায়িকভাবে চলে। সম্প্রতি সম্ভাব্য গ্রাহক হিসাবে ছাত্রছাত্রী এবং তরুণ-তরুণীদের কথা মাথায় রেখে অ্যাপ নির্ভর সাইকেল পরিষেবা চালু করেছে সংস্থাটি। দিল্লি, মুম্বই, পুণে, বেঙ্গালুরুর পর আপাতত তারা পরিষেবা শুরু করেছে নিউটাউনে।


সেখানে তিনটি অ্যাকশন এরিয়ায় প্রায় ৫০টি স্ট্যান্ডে রয়েছে ৪০০টি সাইকেল। ভাড়া প্রতি আধঘণ্টায় এক টাকা!

কর্মসূত্রে নিউটাউনে থাকেন মহারাষ্ট্রের বাসিন্দা বিশাল কোটিয়ান। নিউটাউন বাস টার্মিনাসের নিকটবর্তী স্ট্যান্ড থেকে নিয়মিত সাইকেল ভাড়া নেন তিনি। বিশাল বলেন, ‘‘বিষয়টি প্রথম জানতে পারি এফএম রেডিওয়। বাজার এবং কাজকর্মের জন্য নিয়মিত ভাড়া নিই। ঘণ্টায় দু’টাকা দিয়ে ভাড়া পাওয়া গেলে সাইকেল কেনার কী দরকার?’’

 

সল্টলেকের বাসিন্দা, বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়া অভিষেক সেনগুপ্তের কথায়, ‘‘সাধারণত ছুটির দিন বেশ কয়েকজন বন্ধু মিলে সাইকেল ভাড়া নিই। কাজে নয়, শুধুই সাইকেল চালানো এবং আড্ডা দেওয়ার জন্য।’’

 

কীভাবে ভাড়া নেওয়া যায় এই সাইকেল? সংস্থার কর্মচারী কল্লোল রায় জানান, সংস্থার অ্যাপ ডাউনলোড করে কিংবা ওয়েবসাইটে নিজের নাম, মোবাইল নম্বর, ই-মেল নথিভুক্ত করতে হয়। তারপর নির্দিষ্ট সাইকেল পছন্দ করে নিকটবর্তী স্ট্যান্ড থেকে তা ভাড়া নিতে হয়। মোবাইলে পাঠিয়ে দেওয়া ‘কোডে’র মাধ্যমে সাইকেলের লক খোলা সম্ভব। শুধুমাত্র মোবাইল ওয়ালেটের মাধ্যমেই ভাড়া মেটানো যায়। সংস্থার ফ্লিট এগজিকিউটিভ আতিউর রহমানের কথায়, ‘‘২৪ ঘণ্টা পরিষেবা পাওয়া যায়। এপ্রিল থেকে সল্টলেকে পরিষেবা চালুর পরিকল্পনা রয়েছে।’’

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়